মেটিস
ঊর্ধ্বক্রমবাচকতা { | টাইটানিজ | গ্রিক দৈবসত্তা | দৈবসত্তা | আধ্যাত্মিক সত্তা | বিশ্বাস | ্রজ্ঞা | জ্ঞান | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}
গ্রিক
Μῆτις (জ্ঞান ও ধূর্ততা)>ইংরেজি Metis>বাংলা মেটিস।
 

George Patsouras. -কৃত অঙ্কিত এথেনার ছবি

ইনি ছিলেন টাইটান বংশোদ্ভুতা গ্রিক দেবী। প্রাচীন গ্রিক পৌরাণিক কাহিনি মতে  আদি দেবী ইউরোনোমে মেটিস এবং কোয়েসাস -কে বুধ গ্রহের নিয়ন্ত্রণ ক্ষমতা প্রদান করেছিলেন। ওসিনাসের ঔরসে টেথিস-এর  গর্ভে ইনি জন্মগ্রহণ করেন। এই বিচারে একে ওসিয়ানিড বলা হয়। খ্রিষ্টপূর্ব পঞ্চম শতাব্দী পর্যন্ত গ্রিসে ইনি জ্ঞানের দেবী হিসাবে পূজিতা হয়েছেন।

 

ইনি বসবাস করতেন ওসান নামক ঝর্ণার ধারে। ইনি অত্যন্ত সুন্দরী ছিলেন। একবার জিউস মেটিসকে দেখে এর প্রতি তীব্র কামাসক্ত হয়ে পড়েন। মেটিস নিজেকে রক্ষা করার জন্য বিভিন্ন রূপ ধরে পালাতে থাকেন। অবশেষে ইনি জিউসের ভোগের শিকার হন। এরপর গেইয়া ভবিষ্যৎবাণীতে জিউসকে জানান যে, জিউসের ঔরসে মেটিস একটি শক্তিশালিনী কন্যার জন্ম দেবে। কিন্তু জিউস যদি তাঁর সাথে পুনরায় মিলিত হন, তবে তিনি একটি পুত্র সন্তান প্রসব করবেন। এই পুত্র সন্তানটি জিউসের চেয়ে শক্তিশালী হবে এবং সে জিউসকে পরাজিত করে দেবরাজ্য দখল করবে। এই ভবিষ্যৎ বাণী শোনার পর জিউস ভয়ে মেটিসকে গিলে ফেলেন। কিন্তু প্রথমবার মিলনের ফলে মেটিস গর্ভবতী হয়েছিলেন। এই অবস্থায় মেটিস জিউসের পেটেই রয়ে গেলেন। জিউসের পেটে থাকা অবস্থায় মেটিস একটি কন্যা সন্তানের জন্ম দিলেন। এই কন্যাই গ্রীকের বিখ্যাত দেবী এথেনা। এই এথেনা জিউসের পেটে বর্শা ও মস্তকাবরণসহ জন্মেছিলেন। এথেনা জিউসের পেট থেকে বের হওয়ার জন্য, তীব্র আলোড়ন সৃষ্টি করলে, ইনি ব্যথায় কাতর হয়ে পড়েন। এই কন্যা ট্রাইটন হ্রদের ধারে জিয়াসের মাথা ফেটে বের হয়। গ্রিক পৌরাণিক কাহিনি তে এথেনা যুদ্ধ সাজে সশস্ত্র অবস্থায় জন্মগ্রহণ করেছিলেন। এটি ছিল জিউসের সবচেয়ে বেদনাদায়ক অভিজ্ঞতা।
 


সূত্র :