টেথিস
গ্রিক Τηθύς>ইংরেজি Tethys>বাংলা টেথিস
ঊর্ধ্বক্রমবাচকতা { | টাইটানিজ | গ্রিক দৈবসত্তা | দৈবসত্তা | আধ্যাত্মিক সত্তা | বিশ্বাস | ্রজ্ঞা | জ্ঞান | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}
 

ইনি ছিলেন টাইটান বংশোদ্ভুতা গ্রিক সমুদ্র দেবী। প্রাচীন গ্রিক পৌরাণিক কাহিনি মতে  আদি দেবী ইউরোনোমে টেথিস এবং ওসেনাস-কে শুক্র গ্রহের নিয়ন্ত্রণ ক্ষমতা প্রদান করেছিলেন। ইনি ইউরেনাসের ঔরসে গেইয়ার  গর্ভে এঁর জন্ম। এঁর সাথে বিবাহ হয়েছিল তাঁর ভাই ওসেনাস-এর। ইনি উল্লেখযোগ্য বড় বড় নদী মা ছিলেন। তাঁর গর্ভে জন্মগ্রহণ করেছিল প্রায় তিন হাজার কন্যা। এদেরকে বলা হয় ওসিয়ানিড।
 


সূত্র :
http://www.paleothea.com/
greek myth/Robert Graves, cassel & comoany, fourth edition 1995
Mythology/Edith Hamilton/New American Library, 1969
http://www.pantheon.org/areas/mythology/europe/greek/