ক্রেউসা
Georgios Iakovidis অঙ্কিত ছবি |
১. ক্রেউসা : গ্রিক পৌরাণিক চরিত্র বিশেষ। ইনি ছিলেন ইরেকথিয়াসের
(Erechtheus)
কন্যা। এ্যাপোলোর সাথে
গোপন মিলনের ফলে ক্রেউসার গর্ভবতী হন, এবং
আয়ন
নামক একটি পুত্র সন্তানের জন্ম দেন। এই সময়
এ্যাপোলোর ক্রেউসার কোনো
যোগাযোগ ছিল না। তাই অায়নের জন্মের পর গোপনে, ক্রেউসা সন্তানকে একটি ঝুড়িতে করে
ডেলফির মন্দিরে আসেন এবং এ্যাপোলোর কাছে নিবেদনের জন্য উদ্দেশেই এই সন্তানকে রেখে
যান। ছেলেটিকে পাওয়ার পর মন্দিরের পূজারিণী তাঁকে লালন পালনের জন্য গ্রহণ করেন এবং
নাম রাখেন অায়ন। অায়ন একটি বড় হলে, তাঁকে মন্দিরের সেবাদাস হিসাবে নিযুক্ত করা হয়।
এর কিছুদিন পর রাজা জুথাসে (Xuthus)
সাথে ক্রেউসার বিবাহ হয়। কিন্তু দীর্ঘদিন তাঁদের কোন সন্তান না হলে, এর কারণ জানার
জন্য উভয়ে ডেলফির মন্দিরে অাসেন। মন্দিরের পুরোহিত তাঁকে বলেন যে, ভবিষ্যতে তাঁর
সন্তান হবে। তবে এই মুহূর্তে মন্দির থেকে বের হয়ে যাঁকে সামনে পাবে, তাঁকেই দত্তক
হিসেবে গ্রহণ করতে পারে। এরপর জুথাস মন্দিরে থেকে বের হয়ে প্রথম
আয়নকে
দেখতে পান। কিন্তু ক্রেউসা এই মন্দিরের দাসরূপী
আয়নকে
গ্রহণ করতে পারলেন না। তিনি ভাবলেন যে, মন্দিরের পুরোহিতরা ষড়যন্ত্র করে, এই দাসকে
রাজপুত্র বানানোর চেষ্টা করছে। তাই ক্রেউসা
আয়নকে
হত্যা করার ষড়যন্ত্র করতে লাগলেন। জুথাস
আয়নকে
অানুষ্ঠানিকভাবে পোষ্যপুত্র হিসাবে গ্রহণ করার জন্য একটি উৎসবের অায়োজন করেন। এই
অনুষ্ঠানের অারম্ভেই ক্রেউসা মদের সাথে গর্গন ড্রাগনের বিষাক্ত রক্ত মিশিয়ে, এক
দাসীর হাত দিয়ে অায়নের কাছে পাঠায়।
আয়ন
এই মদ পান করার অাগে দেবতার উদ্দেশ্যে কিছুটা উৎসর্গ করে মাটিতে নিক্ষেপ করেন। এই
সময় কয়েকটি ঘুঘু এসে এই মদ মাটি থেকে পান করার সাথে সাথে মৃত্যুবরণ করে।
এরপর যে দাসী
আয়ন-এর
জন্য এই মদ এনেছিল, তাঁকে জেরা করে
আয়ন
প্রকৃত বিষ প্রদানকারীর কথা জানতে পারেন। মন্দির বিষ প্রয়োগে হত্যার প্রচেষ্টা
করার জন্য, পুরোহিতরা ক্রেউসাকে মন্দির অপবিত্র করার অভিযোগে অভিযুক্ত করেন।
ক্রেউসা এরপর এ্যাপোলোর
বেদীর কাছে অাত্মসমর্পন করে সব স্বীকার করেন। এই সময় মন্দিরের বাইরে বিপুলসংখ্যক
জনতা ক্রেউসার শাস্তির দাবী তুলে চিৎকার করা শুরু করে। এই সময় মন্দিরে পূজারিণী
জনতার সামনে
আয়ন-এর
জন্মবৃত্তান্ত প্রকাশ করলে, অায়ন ও ক্রেউসার মধ্যে দ্বন্দ্ব মিটে যায়। দেবী
এথেনা এসে সকলের দ্বন্দ্বকে
মিটিয়ে বন্ধুত্বের সৃষ্টি করে।
এরপর ক্রেউসা জুথাসে ঔরসে দুটি সন্তান জন্ম দেন। ইউরিপদেস-এর মতে―
এঁরা হলেন একিয়াস (Achaeus)
এবং ডোরাস (Dorus)।
হেসিওদেস-এর মতে, এঁর পুত্রের নাম ছিল―
একিয়াস
(Achaeus) এবং ডাইয়োমিডি (Diomede)।
২. ক্রেউসা : জনৈকা নেইয়দ। ওসিনাস-এর ঔরসে গেইয়া'র গর্ভে জন্মগ্রহণ করেন– ক্রেউসা এবং ট্রিপ্টোলেমোস। নদী দেবতা পেনেনাস-এর মিলিত হওয়ার পর এঁদের একটি পুত্র সন্তান জন্মে। এঁর নাম ছিল হিপসেয়াস।
৩. ক্রেউসা : রাজা ক্রেয়ন-এর ঔরসে ও কোরিন্থের গর্ভে এঁর জন্ম হয়। মিডিয়াকে পরিত্যাগ করার পর, জেসন ক্রেউসাকে স্ত্রী হিসেবে গ্রহণ করেন। মিডিয়া এর প্রতিশোধ নেওয়ার জন্য কৌশলে ক্রেউসার কাপড়ে আগুন ধরিয়ে দেন। এর ফলে ক্রেউসা মারাত্মকরূপে অগ্নিদগ্ধ হন এবং পরে মৃত্যুবরণ করেন।
Federico Barocci, Aeneas' Flight from Troy, 1598 |
৪. ক্রেউসা : ট্রয়ের রাজা প্রায়ামের ঔরসে রানি হেকুবার গর্ভে জন্মগ্রহণ করেন। ভার্জিলের ঈনিড কাব্য থেকে জানা যায়, এঁর সাথে বিবাহ হয়েছিল ঈনিসের। এর ঔরসে জন্মগ্রহণ করেছিল এ্যাসকানিয়াস। ট্রয় পতনের সময় এঁরা ট্রয়ের বাইরে গ্রামাঞ্চলে ছিলেন। ঈনিস তাঁর পিতা এনকিসেসে সাথে দেখা করার জন্য, তাঁর পিতার ঘরে গেলে― এনকিসেস সবাইকে নগর ত্যাগ করে চলে যেতে বলেন। ঈনিশ, ক্রেউসা, তাঁদের পুত্র এ্যাসকানিয়াস সমবেতভাবে এনকিসেসকে গৃহত্যাগের অনুরোধ করা সত্ত্বেই তিনি স্বদেশভূমি ত্যাগ করতে রাজি হলেন না। এই সময় এক অলৌকিক আগুন এনকিসেস ঘিরে ধরলে, তিনি সবার সাথে গৃহত্যাগ করেন। এই সময় পুরো পরিবার গ্রিকদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, দৌড়ে পালাতে থাকে। এবং এক সময় ক্রেউসা পরিবারের সবার কাছ থেকে ছিটকে পড়ে। পিতা এবং পুত্রকে নিরাপদ স্থানে রেখে ঈনিশ ক্রেউসার খোঁজে নিজের বাড়িতে ফিরে আসেন। এখানে ক্রেউসার প্রেতাত্মার সাথে তাঁর দেখা হয়। ঈনিশের সাথে কিছুক্ষণ কথাবার্তা হওয়ার পর, ক্রেউসা মিলয়ে যায়।
সূত্র :
greek myth/Robert Graves, cassel & comoany, fourth edition 1995
Mythology/Edith Hamilton/New American Library, 1969