নেইয়দ
গ্রিক Ναϊάδες
ইংরেজি Naiad

গ্রিক পৌরাণিক কাহিনী মতে গ্রিক পৌরাণিক কাহিনীতে বর্ণিত জলপরী বিশেষ। বিভিন্ন ধরনের ছোট ছোট নদী, ঝর্না, কুপ, জলাশয়ে এরা বাস করতো। এদের ভিতর এমন কিছু প্রাচীনকালের আত্মা ছিল যারা দীর্ঘকাল ধরে জলাভূমি, পুরানো পুকুর, দীঘিতে বসবাস করতো। তবে মিঠা পানির জলাশয়েই এরা বসবাস করতো। এরা ঝর্নার পরী হিসাবেই সর্বাধিক পরিচিতা ছিল। কোন জলাশয়ের পানি শুকিয়ে গেলেই এরা মৃত্যুবরণ করতো। এই দিক থেকে এরা নদী দেবতাদের থেকে ভিন্নতর ছিল।

গ্রিক পৌরাণিক কাহিনীতে যে সকল নেইয়দের নাম পাওয়া যায়, সেগুলো হলো


সূত্র :
ইলিয়াড। হোমার

greek myth/Robert Graves, cassel & comoany, fourth edition 1995
Mythology/Edith Hamilton/New American Library, 1969