Dante Gabriel Rossetti অঙ্কিত দেবী Mnemosyne (1881)

নিমোসিনি
গ্রিক Mνημοσύνη
ইংরেজি Mnemosyne

১. দ্বাদশ
টাইটান-এর একজন। ইউরেনাস-এর ঔরসে এবং  গেইয়ার গর্ভে এরা জন্মগ্রহণ করেছিলেন নিমোসিনেকে বলা হয় স্মৃতির দেবী। দেবরাজ জিউস-এর সাথে মিলিত হয়ে ইনি নয়টি কন্যার জন্ম দেন। এদেরকে একত্রে মিউজ বলা হয়ে থাকে। এই নয়জন মিউজ হলেন -

২. পাতালপুরীর একটি নদীর নাম। এই নদীটির অপর অংশটির নাম লেথে। উল্লেখ্য মৃতের আত্মা মৃত্যুপুরীতে গিয়ে লেথে নদীর পানি পান করলে, আত্মা তাঁর অতীতের জীবন ভুলে যেতো। তাই প্রাথমিকভাবে নিমাসিনি নদীর পানি পান করার জন্য আত্মাকে উৎসাহিত করা হতো। আবার যাঁরা ভবিষ্যৎ জানার জন্য ট্রোফোনিয়াস মন্দিরে যেতেন, তাঁদেরকে পর্যায়ক্রমে লেথে নিমোসিনি নদীর পানি পান করতে হতো। 


সূত্র :
ইলিয়াড। হোমার

greek myth/Robert Graves, cassel & comoany, fourth edition 1995
Mythology/Edith Hamilton/New American Library, 1969