Euterpe auf Brunnenwand(1857)

ইউটার্পে
ইংরেজি
: Euterpe
গ্রিক পৌরাণিক কাহিনি মতে নয়জন মিউজের একজন।

গ্রিক:
Eὐτέρπη । শব্দের অর্থ হলো আনন্দপ্রদায়িনী। ইনি জন্মেছিলেন জিউস-এর ঔরসে ও  নিমোসিনি'র গর্ভে। প্রথম দিকে তিনি আননন্দদানের দেবী ছিলেন। পরে তাঁকে সঙ্গীতের দেবী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। গ্রিসের চিরায়ত শিল্পকলা সৃষ্টির সময়কালের পরে, তাঁকে গীতি-কাব্যের দেবীর মর্যাদা দেওয়া হয়। তিনি আউলোস বা দ্বি-বংশী আবিষ্কার করেছিলেন।

নদী দেবতা স্ট্রাইমোন-এর ঔরসে তিনি থ্রেসিয়ান রাজা হ্রেসাস-এর জন্ম দেন। 


সূত্র :
ইলিয়াড। হোমার

greek myth/Robert Graves, cassel & comoany, fourth edition 1995
Mythology/Edith Hamilton/New American Library, 1969
http://commons.wikimedia.org/wiki/File:25.Euterpe_auf_Brunnenwand(1857)-Friedrich_Ochs-Sanssouci-Mittlerer_Lustgarten_Steffen_Heilfort.JPG