লুভের যাদুঘরে রক্ষিত নয়জন মিউজের রিলিফ ভাস্কর্য। খ্রিষ্টীয় দ্বিতীয় শতাব্দীতে এই ভাস্কর্য তৈরি হয়েছিল।

মিউজ
গ্রিক Μοῦσαι, moũsai
ইংরেজি Muse

গ্রিক পৌরাণিক কাহিনী মতে-জ্ঞান ও কাব্যকলার অধিষ্ঠাত্রী নয়জন দেবীর সম্মিলিত নাম হলো মিউজ। এই নয়জন দেবী জ্ঞান ও কাব্যকলার বিভিন্ন ক্ষেত্রের অধিষ্ঠাত্রী দেবী হিসাবে বিবেচিত হন। হেসিওডের মতে এঁরা ছিলেন পৃথিবী ও বাতাসের কন্যা। তবে অধিকাংশের মতে এঁরা জন্মেছিলেন জিউস-এর ঔরসে ও  নিমোসিনি'র গর্ভে।

কথিত আছে একবার গ্রিক-পুরাণ কথক হেসিওডের কাছে এই নয়জন দেবী আবির্ভূতা হন। এই দেবীরা হেসিওডের কাছে আত্মপরিচয় দিয়ে বলেছিলেন আমরা জানি কি করে কল্প-কাহিনী সত্য ঘটনার মতো করে বর্ণনা করতে হয়। কিন্তু আমরা যখন ইচ্ছা করি তখন সত্য ঘটনাই প্রকাশ করি।

এই দেবীরা ছিলেন এ্যাপোলো দেবতার সহচরী। এরা শিল্প কাব্যকলার প্রতি মানুষকে অনুরক্ত করতে সাহায্য করতো। একই সাথে সুকুমার সাহিত্য রচনায় উদ্বুদ্ধ করতো।


সূত্র :
ইলিয়াড। হোমার

greek myth/Robert Graves, cassel & comoany, fourth edition 1995
Mythology/Edith Hamilton/New American Library, 1969