খ্রিষ্টপূর্ব ৪র্থ শতাব্দীতে নির্মিত গ্রিক মূর্তি অনুসরণে সৃষ্ট রোমান মূর্তি |
ইউরেনিয়া
ইংরেজি
ইনি ছিলেন জ্যোতির্বিজ্ঞানের দেবী। তাঁকে ছন্দ সুরেলা সঙ্গীতের উদ্ভাবক হিসেবে বিবেচনা করা হয়। তাঁকে অনেক সময় ঈশ্বরের সাথে বিশ্বজনীন প্রেমিকা হিসেবে বিবেচনা করা হয়েছে। ইনি তারকখচিত লম্বা গাউন পরতেন এবং তাঁর দৃষ্টি ছিল স্বর্গাভিমুখী। তাঁর মূর্তির সাথে দেখা যায় কোনো মহাকাশীয় গোলক। তিনি আকাশের নক্ষত্রের গতিবিধি দেখে ভবিষ্যৎবাণী করতে পারতেন।
এ্যাপোলো'র ঔরসে তাঁর গর্ভে জন্মগ্রহণ করেছিল সঙ্গীতগুরু লিনাস।
সূত্র :
greek myth/Robert Graves, cassel & comoany, fourth edition 1995
Mythology/Edith Hamilton/New American Library, 1969