খ্রিষ্টীয় দ্বিতীয় শতাব্দীতে সৃষ্ট এরাটোর রোমান মূর্তি।

এরাটো
ইংরেজি
: Erato
গ্রিক পৌরাণিক কাহিনি মতে নয়জন মিউজের একজন।
হেসিওডের থিওগোনিতে নয়জন মিউজের সাথে এরাটোর নাম পাওয়া যায়। ভার্জিলের ঈনিড মহাকাব্যে তাঁর নাম পাওয়া যায়।

গ্রিক:
Ἐρατώ। এই নামের অর্থ কমনীয়। এঁর অধীনস্থ বিষয় ছিল কাব্যগীতি ও ছন্দ বিশেষত তাঁকে প্রেম বা যৌন-কামনা উদ্রেককারী কবিতার দেবী  ইনি জন্মেছিলেন জিউস-এর ঔরসে ও  নিমোসিনি'র গর্ভে।

ইনি অত্যন্ত সুদর্শনা ছিলেন। রোমান আমলের ছবিতে মাইর্টাস ফুল বা গোলাপ ফুল হাতে দেখা যায়। কখনো তাঁর হাতে থাকতো বীণা বা কিথারা নামক প্রাচীন গ্রিক-বাদ্যযন্ত্র। গ্রিক পৌরাণিক কাহিনী মতে কিথারা আবিস্কার করেছিলেন এ্যাপোলো বা এরাটো নিজে। ফরাসি চিত্রকর সাইমোন ভৌয়েট-এর চিত্রকর্মে দেখা যায়, তাঁর পদতলে দুটি কচ্ছপ-ঘুঘু শস্যদানা খাচ্ছে।


সূত্র :
greek myth/Robert Graves, cassel & comoany, fourth edition 1995
Mythology/Edith Hamilton/New American Library, 1969
http://en.wikipedia.org/wiki/Clio