Simon Vouet অঙ্কিত

ক্যালায়োপি
ইংরেজি
: Calliope
গ্রিক পৌরাণিক কাহিনীর নয়জন মিউজের একজন।

গ্রিক:
Καλλιόπη Kalliopē । শব্দের অর্থ হলো চিত্তাকর্ষক কণ্ঠস্বর। এঁর অধীনস্থ বিষয় ছিল, বীরোচিত কবিতা ও মহাকাব্য। মিউজদের ভিতরে এঁকে সবচেয়ে প্রাচীন ও জ্ঞানী হিসাবে বিবেচনা করা হয়ে থাকে।

হেসিওডের মতে ইনি ছিলেন পৃথিবী ও বাতাসের কন্যা। তবে অধিকাংশের মতে ইনি জন্মেছিলেন জিউস-এর ঔরসে ও  নিমোসিনি'র গর্ভে।

গ্রিক যুদ্ধের দেবতা
এ্যারিজ এই দেবী প্রণয়পাত্র ছিলেন।

অধিকাংশ সূত্র মতে থ্রেসের রাজা
ওয়েগ্রাস ঔরসে ক্যালায়োপির গর্ভে অর্ফিয়ুস-এর জন্মগ্রহণ করেছিলেন। কোনো কোনো মতে- এ্যাপোলো'র ঔরসে ক্যালিয়োপির গর্ভে অর্ফিয়ুস ও  লিনাস-এর জন্ম হয়েছিল। তিনি অর্ফিয়ুস-কে কাব্যরচনা শিখিয়েছিলেন এবং কাব্যকে সঙ্গীতে পরিণত করে পরিবেশন করার কৌশল শিখিয়েছিলেন।


সূত্র :
ইলিয়াড। হোমার

greek myth/Robert Graves, cassel & comoany, fourth edition 1995
Mythology/Edith Hamilton/New American Library, 1969
http://en.wikipedia.org/wiki/Calliope