ইতালির রোমান প্রত্নতাত্ত্বিক কমপ্লেক্সে (Hadrian's Villa) রক্ষিত এ্যারিজের মূর্তি

এ্যারিজ
ইংরেজি : Ares। (প্রাচীন  গ্রিক: Ἄρης , আধুনিক গ্রিক Άρης)
গ্রিক
যুদ্ধের দেবতা।
সমতুল্য রোমান দেবতা  মার্স
(Mars)

গ্রিক পৌরাণিক কাহিনি মতে
দেবরাজ
জিউস -এর ঔরসে হেরা'র গর্ভে ইনি জন্মগ্রহণ করেছিলেন।

একমাত্র প্রেমের দেবী
এ্যাফ্রদাইতি ছাড়া, মানুষ ও দেবতাদের সকলেই তাঁকে ঘৃণা করতো। এঁর প্রতীক ছিল একটি বর্শা একটি শিরোস্ত্রাণ। এর সঙ্গী প্রাণী ছিল কুকুর ও শকুন। অাদিতে এ্যারিজ থ্রাসিয়া (Thracia) অঞ্চলের দেবতা ছিলেন। তবে স্পার্টা (Sparta) ও থিবিজ (Thebes) নগরীতেও বিশেষভাবে পূজিত হতেন।

যুদ্ধ দেবতা হওয়া সত্তেও তিনি যুদ্ধে ততটা পটু ছিলেন না। একবার এ্যালোয়েউসের (Aloeus) দুই পুত্র ওটুস (Otus) এবং এফিয়াক্টিজ (Ephialtes) সম্মিলিতভাবে এ্যারিজকে পরাজিত করে একটি ব্রোঞ্জের পাত্রের ভিতর তিন মাস বন্দী করে রাখেন। এই সময় ইনি এ্যারিজ অর্ধ-মৃত অবস্থায় উপনীত হন। পরে হের্মেজ এঁকে উদ্ধার করেন। অন্যমতে, এই সময় অার্তেমিসের কৌশলে এ্যারিজ উদ্ধার পেয়েছিলেন।

প্রেমের দেবী
এ্যাফ্রদাইতি'র  সাথে এঁর গোপন প্রণয় ছিল। সূর্যদেবতার মাধ্যম্যে এই বিষয়টি জেনে, এ্যাফ্রদাইতি'র স্বামী হিফ্যাস্টস এঁদের মিলনকালীন সময়ে হাতে-নাতে ধরে ফেলেন।

ট্রয় যুদ্ধের শুরুতে তিনি গ্রিক পক্ষে থাকবেন, এমন অঙ্গীকার করে
এথেনা হেরাকে অাশ্বস্ত করলেও, পরে এ্যাফ্রদাইতি'র অনুরোধে তিনি ট্রয়বাসীর পক্ষ নিয়েছিলেন। যুদ্ধ চলাকলীন সময় ডাইয়োমিডিস (Diomedes) লক্ষ্য করেন যে, এ্যারিজ ট্রয়সৈন্যের পক্ষে লড়াই করছেন। এরপর ডাইয়োমিডিস নিজের সৈন্যদের ধীরে ধীরে সরিয়ে নিতে থাকলে, হেরা এ্যারিজের এই অাচরণের বিষয় জিউসকে জানান। এরপর জিউস-এর সমর্থন নিয়ে হেরা এ্যারিজের উদ্দেশ্যে একটি বর্শা নিক্ষেপ করলে, এথেনা তা এ্যারিজের দিকে চালিত করেন। এই বর্শার আঘাতে এ্যারিজ অাহত হয়ে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে অলিম্পাস-এ  ফিরে যান।


তথ্যসূত্র
greek myth/Robert Graves, cassel & comoany, fourth edition 1995