Pierre Mignard অঙ্কিত

ক্লিয়ো
ইংরেজি
: Clio
গ্রিক পৌরাণিক কাহিনি মতে নয়জন মিউজের একজন।

গ্রিক:
Κλειώ। এঁর অধীনস্থ বিষয় ছিল ইতিহাস। ইনি জন্মেছিলেন জিউস-এর ঔরসে ও  নিমোসিনি'র গর্ভে। এঁর একমাত্র পুত্রের নাম ছিল হায়াসিন্থ। এই পুত্রে পিতা হিসাবে তিনজন রাজার নাম পাওয়া যায়। এঁরা হলেন- ম্যাসোডোনিয়ার রাজা পিয়েরাস, স্পার্টার রাজা ওবেলাউস এবং স্পার্টার রাজা এ্যামাইক্লাস। অন্য মতে তিনি বিবাহোৎসবের দেবতা হাইমেনের মাতা।


সূত্র :
greek myth/Robert Graves, cassel & comoany, fourth edition 1995
Mythology/Edith Hamilton/New American Library, 1969
http://en.wikipedia.org/wiki/Clio