প্রথম শতাব্দীর মার্বেল মূর্তি, দক্ষিণ ইতালীর ক্যাম্পানিয়া অঞ্চল থেকে প্রাপ্ত

সিবেলে
গ্রিক
Κυβέλη> ইংরেজি Cybele>বাংলা সিবলি।
ঊর্ধ্বক্রমবাচকতা { | ফ্রিজিয়ান দৈবসত্তা | দৈবসত্তা | আধ্যাত্মিক সত্তা | বিশ্বাস | ্রজ্ঞা | জ্ঞান | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}

    হিটাইট এবং ফ্রিজিয়ান দেবী। এর সমূতল্যা দেবী গ্রিসের ক্রিট অঞ্চলের দেবী
রিয়া  এবং রোমান দেবী অপস। প্রস্তরযুগে আনাতোলিয়া অঞ্চলে প্রকৃতির দেবী হিসাবে পূজিতা ছিলেন। ইনি বিশেষভাবে সিংহ এবং মৌমাছির দেবী ছিলেন। তবে অন্যান্য পশুর দেবী হিসাবে বিবেচনা করা হতো। এছাড়া প্রকৃতির দেবী হিসাবে ইনি ছিলেন উর্বরতার দেবী। এর পুত্র এবং স্বামী ছিলেন অট্টিস
    আনাতোলিয়ান পৌরাণিক কাহিনীতে পাওয়া যায় ইনি আইডা (Ida) পর্বতে জন্মগ্রহণ করেছিলেন। এই সূত্রে প্রাথমিকভাবে গ্রিকে এই দেবী পর্বত-মাতা হিসাবে মিটর (
Meter) নামে গৃহীত হয়েছিল। ইনি প্রাচীন গ্রিসের ক্রিট অঞ্চলে 'মহতী মাতা' হিসাবে পূজিতা হতেন। একই সাথে ইনি পৃথিবীর ভূমি ও পশুর অধিষ্ঠাত্রী দেবী হিসাবে বিবেচিত হতেন। এর সমতূল্য রোমান দেবী হলেন- Magna Mater (মহতী মাতা)। কালক্রমে ইনি জন্ম, মৃত্যু এবং পুনর্জন্মের দেবীতে পরিণত হয়েছিলেন।