Elsie Russell -কৃত অঙ্কিত ছবি |
ঊর্ধ্বক্রমবাচকতা
{
|
গ্রিক দৈবসত্তা
|
দৈবসত্তা
|
আধ্যাত্মিক সত্তা
|
বিশ্বাস
|
প্রজ্ঞা
|
জ্ঞান |
মনস্তাত্ত্বিক বিষয়
|
বিমূর্তন
|
বিমূর্ত-সত্তা
|
সত্তা
|}
গ্রিক
Oφίων
(সর্প)>ইংরেজি
Ophion>বাংলা
ওফিয়োন।
প্রাচীন গ্রিক পৌরাণিক কাহিনি অনুসারে– বিশালাকার সর্প বিশেষ। সৃষ্টির আদিতে ক্যায়োস নামক আদি দেবতা থেকে জন্মগ্রহণ করেছিল ইউরোনোমে এবং ওফিয়ন নামক এই সর্প। ইউরোনোমে জন্মের পর সাগরের তরঙ্গের উপর একাকী নৃত্য করা কালে এই সাপ তাঁকে দেখে মুগ্ধ হন এবং ধীরে ধীরে অফিয়ন কামাশক্ত হয়ে পড়ে। পরে সে তাঁর কুণ্ডলীর ভিতরে ইউরিনোমকে আকর্ষণ করে কাম চরিতার্থ করে। এরপর ইউরোনোমে একটি ঘুঘুর রূপ ধরে ডিম প্রসব করলে, অফিয়ন সাতটি পাকে কুণ্ডলি তৈরি করে উক্ত ডিমকে তা দিলো। অবশেষে এই ডিম দুটি ভাগে বিভক্ত হলো এবং সেখান থেকে তৈরি হলো সূর্য, চন্দ্রসহ অন্যান্য গ্রহ নক্ষত্র। একই সাথে ক্রমে ক্রমে পৃথিবীর পাহাড়, নদী সাগর ইত্যাদি দ্বারা সুসজ্জিত হলো। সৃষ্টি হলো বিভিন্ন গাছপালা ও প্রাণীকুল। এরপর ইউরোনোমে ও ওফিয়োন অলিম্পাস পর্বতের উপর একটি বাড়ি তৈরি করলেন। কিছুদিন পর এরা পরস্পরের প্রতি বিরক্তকর হয়ে উঠলেন। একসময় ইউরোনোমে পায়ের গোড়ালি দিয়ে ওফিয়োনের মাথা গুঁড়িয়ে দিয়ে পৃথিবীর অন্ধকার গুহাতে ফেলে দিলেন।
সূত্র :
greek myth/Robert Graves, cassel & comoany, fourth edition 1995
Mythology/Edith Hamilton/New American Library, 1969