হাউমেইয়া (দেবী)
ইংরেজি:
Haumea>হাউমেইয়া।

হাওয়াই দ্বীপুঞ্জের পৌরাণিক কাহিনি মতে উর্বরতা এবং শিশুর জন্মের দেবী। তিনি নিজের বহু সন্তান রয়েছে। এর ভিতরে দেবী পেলেকে প্রসব করেছিলেন, মানুষের মতো স্বাভাবিক প্রক্রিয়ায়। এছাড়া অন্যান্য সন্তানের জন্ম হয়েছিল তাঁর শরীরের বিভিন্ন অংশ থেকে।

হাওয়াই দ্বীপপুঞ্জের আদিবাসীরা মনে করেন যে, প্রথম মানবী। তিনি হাওয়াই দ্বীপ এবং আগ্নেয়গিরিগুলো তৈরি করেছিলেন। আগ্নেয়গিরি থেকে উৎক্ষিপ্ত লাভার সাথে আগুনের সঞ্চার করেন, তাঁর কন্যা দেবী পেলে। তিনি ওয়াকিয়া (Wakea)-কে বিবাহ করেছিলেন। এঁদের সন্তানরা হাওয়াই দ্বীপের রাজবংশের সৃষ্টি করেছিল।

এই দেবীর নামানুসারে, সৌরজগতের একটি বামনগ্রহের নামকরণ করা হয়েছে হাউমেইয়া