হাউমেইয়া
বানান বিশ্লেষণ :
হ্+আ+উ+ম্+এ+ই+য়্+আ।
উচ্চারণ:
plu.to
(প্লু.টো)
শব্দ-উৎস:
ইংরেজি
Haumea>বাংলা
হাউমিয়া।
পদ:
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {
বামনগ্রহ
|
মহাকাশীয় বস্তু
|
প্রাকৃতিক লক্ষ্যবস্তু
|
সমগ্র |
দৈহিক
লক্ষ্যবস্তু
|
দৈহিক সত্তা
|
সত্তা
|}
সৌরজগৎ-এর একটি বামনগ্রহ। সৌরজগতের কুইপার বলয়-এর ভিতরে এই বামনগ্রহটি অবস্থিত। স্পেনের José Luis Ortiz Moreno গ্রুপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মাইক ই ব্রাউন গ্রুপ এই বামন গ্রহটি আবিষ্কার করেছিল ২০০৪ খ্রিষ্টাব্দে। হাওয়াই দ্বীপপুঞ্জের পৌরাণিক কাহিনীতে বর্ণীত উর্বরতা ও সন্তান প্রসবের দেবী হাউমেইয়া-এর নামানুসার এর নামকরণ করা হয়। ২০০৫ খ্রিষ্টাব্দে এর দুটি উপগ্রহ আবিষ্কার হয়। ২০০৮ খ্রিষ্টাব্দের ১৭ই সেপ্টেম্বর আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান এ্যাসোসাইয়েশান এই মহাকাশীয় বস্তুটিকে সৌরজগতের পঞ্চম বামন গ্রহ হিসেবে স্বীকৃতি দেয়।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে এই গ্রহটিকে সূর্যের নয়টি প্রধান গ্রহের তালিকায় প্লুটো ছিল। ২০০৬ খ্রিষ্টাব্দে প্লুটোকে প্রথম বামন গ্রহ হিসেবে স্বীকৃতি দেওয়া। সৌরজগতের অন্তর্গত গ্রহের বিচারে, ২০০৬ খ্রিষ্টাব্দে International Astronomical Union তিনটি শর্তের ভিত্তিতে গ্রহের একটি সংজ্ঞা নির্ধারণ করেছে। এই শর্ত তিনটি ব্যাখ্যা-সহ নিচে তুলে ধরা হলো।
সূর্যকে কেন্দ্র করে প্রদক্ষিণের বিচারে একটি সুনির্দিষ্ট কক্ষপথ থাকবে।
এর উপরতলে তরলপদার্থের সমোচ্চশীলতা গুণের বিচারে এক ধরনের সাম্যরূপ দেখা যাবে, যা এর কেন্দ্র থেকে উপরিতলের দূরত্বের সাম্যতার বিচারে একটি প্রায় গোলাকার রূপ লাভ করবে।
গ্রহ নিজ অক্ষের উপর আবর্তিত হবে এবং নিকটস্থ মহাকাশীয় বস্তুর দ্বারা প্রভাবিত হয়ে পৃথক কোনো চক্র তৈরি করবে না।
উপরের এই সূত্রানুসারে, সৌরজগতের প্রধান গ্রহের
সংখ্যা ৮টি ধরা হয়। এই গ্রহগুলো হলো−
বুধ,
শুক্র,
পৃথিবী,
মঙ্গল,
বৃহস্পতি,
শনি,
ইউরেনাস ও
নেপচুন।
এই বামনগ্রহে রয়েছে প্রচুর কেলাসিত পানি। যার ফলে এর আলোক-প্রতিফল ক্ষমতা অনেক বেশি। এই বামনগ্রহের যথেষ্ট তথ্য পাওয়া যায় নি। তবে এর দুটি উপগ্রহের সন্ধান পাওয়া গেছে। ধারণা করা এদের প্রভাবে মূল গ্রহটি পৃথক একটি কোনো চক্র তৈরি করেছে। এই বামনগ্রহটির ভর (4.006±0.040)×1021 কেজি। ২৮৪ পার্থিব বৎসরে একবার সূর্যকে প্রদক্ষিণ করে।
তথ্যসূত্র :