শুক্র (গ্রহ)
Venus
জ্যোতির্বিজ্ঞান
চিহ্ন :
সৌরজগৎ-এর
সূর্য-এর দিক থেকে দ্বিতীয় গ্রহ। পৃথিবী থেকে সকালে এবং সন্ধ্যায় দেখা যায়,
সকালের শুক্রকে 'শুকতারা' এবং সন্ধ্যার শক্রকে 'সন্ধ্যাতারা' বলা হয়)।
গ্রিক প্রেমের দেবী
এ্যাফ্রদাইতি-এর
রোমান নাম ছিল ভেনাস। এই দেবীর নামানুসারে এই গ্রহের নামকরণ করা হয়েছিল
'ভেনাস'।
হিন্দু পৌরাণিক কাহিনি অনুসারে অসুরদের গুরু ও রক্ষক
ছিলেন শুক্রাচার্য এবং এঁর নামানুসারে এই গ্রহের নামকরণ করা হয়েছিল শুক্র।
সংক্ষিপ্ত বিবরণ |
ভর: ৪.৮৬৮৫×১০২৪
কেজি আয়তন: ৯.২৮×১০১১ কিমি৩ বিষুবীয় ব্যাসার্ধ: ৬,০৫১.৯ কিমি পৃষ্ঠের ক্ষেত্রফল: ৪.৬০×১০৮ কিমি২ গড় ঘনত্ব: ৫.২০৪ গ্রাম/সেমি৩ বিষুব পৃষ্ঠীয় অভিকর্ষ: ৮.৮৭ মি/সে২ কক্ষীয় পর্যায়কাল: ২২৫ পার্থিব অপসূর: ১০৮,৯৪১,৮৪৯ কিমি অনুসূর: ১০৭,৪৭৬,০০২ কিমি অক্ষীয় পর্যায়কাল: পার্থিব ২৪৩ দিন। গড় তাপমাত্রা: ৪৬২ ডিগ্রি সেলসিয়াস। |
জ্যোতির্বিজ্ঞান মতে– সূর্যের দিক থেকে এই গ্রহের অবস্থান দ্বিতীয়। সূর্য ও পৃথিবীর মধ্যবর্তী অঞ্চলে এই গ্রহের অবস্থানের কারণে, একে অন্তর্গ্রহ (inferior planet) বলা হয়। এই গ্রহের কোনো উপগ্রহ বা বলয় নেই।
সৌরজগতের চারটি পৃথিবী সদৃশ গ্রহের (বুধ,
শুক্র,
পৃথিবী,
ও
মঙ্গল) একটি।
গ্রহটি পৃথিবীর চেয়ে সামান্য ছোটো।
পৃথিবী থেকে
রাতের মহাকাশীয় বস্তুদের মধ্যে উজ্জ্বলতায় এর অবস্থান দ্বিতীয়, অর্থ্যাৎ চাঁদকে বাদ
দিলে এটিই রাতের আকাশের সবচেয়ে উজ্জ্বল বস্তু। এর আপাত উজ্জ্বলতা সর্বোচ্চ হয় -৪.৬।
এর কক্ষপথ পৃথিবী থেকে ভেতরের দিকে হওয়ায় একে কখনই সারা রাত ধরে দেখা যায় না। এটি
দিগন্তের উপরে সর্বোচ্চ ৪৮ ডিগ্রি পর্যন্ত ওঠে।
শুক্র-ত্বক
এর ত্বক অনেকটাই
পৃথিবীর মত।
তবে পৃথিবীর চেয়ে অধিকতর পাথুরে। এতে রয়েছে রয়েছে অসংখ্য খাদ। এসকল খাদের সৃষ্টি
হয়েছিল শুক্র পৃষ্ঠে গ্রহাণু, উল্কা বা ধূমকেতুর মতো মহাকাশীয় বস্তুর আঘাতে।
অধিকাংশ খাদই প্রস্থে ১.২
কিলোমিটারের ভিতরে।
এই গ্রহে রয়েছে প্রচুর পরিমাণে রয়েছে
আগ্নেয়গিরির মুখ। সৌরজগতের অন্য কোন গ্রহের তুলনায় শুক্র গ্রহে আগ্নেয়গিরির পরিমাণ বেশি। জ্যোতির্বিজ্ঞানীরা তার পৃষ্ঠে ১৬০০টির অধিক আগ্নেয়গিরির সন্ধান পেয়েছেন। তবে বর্তমানে সকল আগ্নেয়গিরিই মৃত। ধারণা করা হয়, প্রায়
৩০ বা ৫০ কোটি বৎসর আগে এই গ্রহে উগ্ন্যুৎপাত বন্ধ হয়ে গেছে।
এই গ্রহে রয়েছে দুটি
বড় ধরনের উচ্চভূমি। এর একটির নাম ইশতার টেরা (Ishtar
Terra)।
এর আকার প্রায় অষ্ট্রেলিয়া মহাদেশের সমান। এটি মঙ্গলের উত্তর মেরু অঞ্চল বরাবর
অবস্থিত। অপর উচ্চভূমির নাম এ্যাফ্রোদাইতে টেরা (Aphrodite
Terra)।
এর আয়তন প্রায় দক্ষিণ আমেরিকার সমান।
এই গ্রহের কেন্দ্রীয় অংশে রয়েছে লৌহ।
এই অংশটি কেন্দ্র থেকে ৩০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। কিন্তু এই গ্রহের কোনো
চৌম্বক ক্ষেত্র নাই। কারণ চৌম্বকক্ষেত্র তৈরির জন্য এই পরিমাণ লোহ যথেষ্ট নয়। তা
ছাড়া অল্পঘুর্ণন গতির কারণে, চৌম্বক ক্ষেত্র তৈরি করে না।
বায়ুমণ্ডল:
এই গ্রহে রয়েছে অতি ক্ষীণ বায়ুমণ্ডল। এই বায়মুণ্ডলের বায়ুমণ্ডলের প্রধান গ্যাস
হলো কার্বন-ডাই-অক্সাইড (৯৬.৫%), নাইট্রোজেন (৩.৫%)। অক্সিজেনের পরিমাণ মাত্র ০.৪
ভাগ। এছাড়া রয়েছে কিছু হাইড্রোজেন, অ্যামোনিয়া, আর্গন, কার্বন-মনোক্সাইড এবং নামমাত্র জলীয়বাষ্প। এর
রয়েছে । এর আকাশে
রয়েছে সালফিউরিক এ্যাসিডের মেঘ। এই মেঘ থেকে সালফিউরিক এ্যাসিডের বৃষ্টি হয়।
এর পৃষ্ঠে বায়ুর চাপ
পৃথিবীর ৯২ গুণ।
এর বায়ুমণ্ডলে প্রচুর কার্বন ডাই অক্সাইড থাকায় গ্রিন হাউজ প্রতিক্রিয়া উষ্ণতা অনেক
বেশি।
শুক্রাভিযান:
মায়া সভ্যতার জ্যোতিষীরা এই
গ্রহ গভীরভাবে পর্যবেক্ষণ করে একটি পঞ্জিকা তৈরি করেছিল ৬৫০ খ্রিষ্টাব্দের দিকে।
১৭৬১ খ্রিষ্টাব্দে শুক্রগ্রহ পৃথিবী ও সূর্যের মধ্য দিয়ে অতিক্রম করে, তখন দুইজন
ইউরোপীয় পর্যবেক্ষক এই গ্রহটি সম্পর্কে কিছু তথ্য তৈরি করেছিলেন। তবে ১৯৬২
খ্রিষ্টাব্দে মেরিনার-২ যখন এই গ্রহের কাছে উপস্থিত হয়েছিল, তখন এই গ্রহ সম্পর্কে
আরও বিস্তারিত জানা যায়। ১৯৭০ খ্রিষ্টাব্দে সোভিয়েত ইউনিয়নের প্রেরিত ভেনেরা ৭
সাফল্যের সাথে শুক্র-পৃষ্ঠে অবতরণ করতে সক্ষম হয়।
১৯৯০-৯৪ খ্রিষ্টাব্দে নাসার Magellan
নভোযান শুক্রে কক্ষপথে থেকে, এর ৯৮ভাগ মানচিত্র তৈরি করতে সক্ষম হয়। ২০০৫
খ্রিষ্টাব্দে The European Space Agency
কর্তৃক প্রেরিত নভোযান এর বায়ুমণ্ডল এবং আবহাওয়া সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে সক্ষম
হয়। এছাড়া জাপানের পাঠানো Akatsuki
নভোযান এই গ্রহটিকে সাফল্যের সাথে পর্যবেক্ষণ
করে।
নিচে নাসা কর্তৃক প্রকাশিত তথ্যসারণী দেওয়া হলো
![]() |
![]() |
![]() |
|||||
![]() |
![]() |
![]() |
|||||
|
![]() |
|
|||||
![]() |
![]() |
![]() |
|||||
|
![]() |
|
|||||
![]() |
![]() |
![]() |
|||||
|
![]() |
|
|||||
![]() |
![]() |
![]() |
|||||
|
![]() |
|
|||||
![]() |
![]() |
![]() |
|||||
|
![]() |
|
|||||
![]() |
![]() |
![]() |
|||||
|
![]() |
|
|||||
![]() |
![]() |
![]() |
|||||
|
![]() |
|
|||||
![]() |
![]() |
![]() |
|||||
|
![]() |
|
|||||
![]() |
![]() |
![]() |
|||||
|
![]() |
|
|||||
![]() |
![]() |
![]() |
|||||
|
![]() |
|
|||||
![]() |
![]() |
![]() |
|||||
|
![]() |
|
|||||
![]() |
![]() |
![]() |
|||||
|
![]() |
|
|||||
![]() |
![]() |
![]() |
|||||
|
![]() |
|
|||||
![]() |
![]() |
![]() |
|||||
|
![]() |
|
|||||
![]() |
![]() |
![]() |
|||||
|
![]() |
|
|||||
![]() |
![]() |
![]() |
|||||
|
![]() |
|
|||||
![]() |
![]() |
![]() |
|||||
|
![]() |
|
|||||
![]() |
![]() |
![]() |
|||||
|
![]() |
|
|||||
![]() |
![]() |
![]() |
|||||
|
![]() |
|
|||||
![]() |
![]() |
![]() |
|||||
|
![]() |
|
তথ্যসূত্র
https://solarsystem.nasa.gov/planets/profile.cfm?Object=Venus