সৌরজগৎ
ঊর্ধ্বক্রমবাচকতা {সংশ্রয়িক পদ্ধতি | দল | বিমূর্তন | বিমূর্ত-সত্ত  | সত্তা |}
ইংরেজি: solar system


এটি এক ধরনের মহাকাশীয় সাংশ্রয়িক পদ্ধতিগত নাম। এর কেন্দ্রে রয়েছে সূর্য নামক নক্ষত্র। এই নক্ষত্রকে কেন্দ্র করে আবর্তিত গ্রহ, গ্রহাণুপুঞ্জ, ধূমকেতু নিয়ে এই পদ্ধতির সৃষ্টি হয়েছে। সৌরজগত ছায়াপথ নামক গ্যালাক্সির অন্তর্গত। এর নিকটতম নক্ষত্র প্রোক্সিমা সেন্টাউরি

বিগব্যাং -এর পরে, প্রায় ১৩,৬০ কোটি বৎসর পূর্বে জন্মলাভ করেছিল ছায়াপথ নামক এই গ্যালাক্সিটি। এই গ্যালাক্সি'র কেন্দ্র থেকে প্রায় ২৫০০০ আলোকবর্ষ দূরে অরিওন (Orion) নামক বাহুতে, প্রায় ৫০০ কোটি বৎসর আগে বিশাল আকারের একটি মহাকাশীয় মেঘ জমাট বেঁধেছিল। ৪৭০ কোটি বৎসর আগে, এই মেঘের কাছে বিস্ফোরিত হয় একটি অতি নবতারা। সে বিস্ফোরণের ধাক্কায় ওই মেঘ সঙ্কুচিত হয়ে নাক্ষিত্রিক কেন্দ্রের সৃষ্টি করে। এই কেন্দ্র ঘূর্ণায়মান দশায় নাক্ষত্রিক ভ্রূণের সৃষ্টি করে। সেই নাক্ষত্রিক ভ্রূণ থেকে প্রায় ৪৬০ কোটি বৎসর আগে জন্মগ্রহণ করেছিল সূর্য নাসার মতে এই সময়কেই সৌরজগত সৃষ্টিকাল ধরা হয়।


৪৬০ কোটি বৎসর আগে নবীন সূর্য থেকে নিস্ক্রান্ত বস্তুপুঞ্জ, সূর্যকে ঘিরে ফেলেছিল। এর ফলে সূর্য একটি মহাকাশীয় বলয়ে আবদ্ধ হয়ে পড়েছিল। কালক্রমে এই বলয়ের বস্তুপুঞ্জ ছিটকে পড়ে এবং ছোটো ছোটো মহাকাশীয় গোলকে পরিণত হয়। এগুলো সূর্যের আকর্ষণ উপেক্ষা করে দূর-আকাশে চলে না গিয়ে, সূর্যকে প্রদক্ষিণ করা শুরু করে। এই ধারাবাহিক ঘটনাসূত্রে তৈরি হয়েছিল সৌরজগতের গ্রহ-উপগ্রহ। ধারণা করা হয়, পৃথিবী ও অন্যান্য গ্রহগুলো প্রাথমিক পর্যায়ে সূর্যকে প্রদক্ষিণ করার জন্য সুস্থির কোনো কক্ষপথ লাভ করে নি। প্রথম দিকের গ্রহগুলো ছিল উত্তপ্ত গ্যাসীয় গোলকের মতো। পরস্পরের ভিতর ধাক্কাধাক্কি করে কয়েকটি গোলক টিকে গিয়েছিল। এই গোলকগুলো সূর্যকে প্রদক্ষিণের একটি সুনির্দিষ্ট কক্ষপথও লাভ করেছিল। মূলত পৃথিবী গ্রহ হিসেব সুস্থির হয়েছিল প্রায় ৪৫০ কোটি বৎসর আগে।

সৌরজগতের উপকরণসমূহের বর্ণানুক্রমিক তালিকা

সৌরজগতের সদস্যসমূহ
বিজ্ঞানীরা মনে করেন সৌরজগতের মোট ভরের প্রায় ৯৯% ভাগ  নিয়ে সূর্য তৈরি হয়েছে। বাকি ১% ভাগ নিয়ে সৌরজগতের অন্যান্য সদস্য তৈরি হয়েছে। এদের বেশিরভাগই সূর্যকে কেন্দ্র করে আবর্তিত হয়। সাধারণভাবে এই সকল সদস্যদের তালিকায় রয়েছে- ছোটো বড় নানা মাপের গ্রহ, উপগ্রহ, গ্রহাণু, ধূমকেতু।

সৌরজগতের গ্রহসমূহ

সৌরজগতের ব্যাপ্তী
সৌরজগতের ব্যাপ্তী বলতে বুঝায়, সূর্যের কেন্দ্র থেকে কতদূর পর্যন্ত সূর্যের আকর্ষণী ক্ষমতা রয়েছে। সূর্যের এই আকর্ষণী এলাকার ভিতরে যে সকল সদস্য রয়েছে, তাদের গঠন প্রকৃতি অনুসারে সৌরজগতের ব্যাপ্তী এলাকাকে ভাগ করা হয়েছে। এই ভাগগুলো হলো

পৃথিবী সম্পর্কিত গবেষণার ইতিহাস:


সূত্র:
https://solarsystem.nasa.gov/planets/profile.cfm?Object=SolarSys