শনি (গ্রহ)
Saturn

সৌরজগৎ -এর দ্বিতীয় বৃহত্তম গ্রহ। সূর্যের দিক থেকে এর অবস্থান ষষ্ঠ। হিন্দু পৌরাণিক দেবতা 'শনি'র নামানুসারে এই গ্রহের নামকরণ করা হয়েছে। এর ইংরেজি নাম Saturn রোমান দেবতা Saturn ( স্যাটার্ন) এর নামানুসারে ইংরেজি Saturn নামটি গ্রহণ করা হয়েছে।       

নিরক্ষীয় এলাকায় এর ব্যাস ১২০৮০ কিলোমিটার। সূর্য থেকে এর গড় দূরত্ব ১৪৭,২০,০০,০০০। মেরু অঞ্চলের ব্যাস ১০৯০০০। এর ঘনত্ব পানির ০.৬৮ গুণ। সূর্যপ্রদক্ষিণকাল ২৯.৪৬ পার্থিব বৎসর। এটি নিজ অক্ষের উপর একবার আবর্তিত হতে সময় নেয় ১০ ঘণ্টা ৩৯ মিনিট ২৪ সেকেন্ড।

এই গ্রহের কেন্দ্রে রয়েছে পাথুরে উপকরণ। মধ্য ও উপরিভাগের অধিকাংশই হাইড্রোজেন ও হিলিয়াম দিয়ে তৈরি। এর সাথে রয়েছে পানি, মিথেন এবং এ্যামোনিয়া। আর এই গ্রহকে ঘিরে রয়েছে বিস্তৃত বলয়। শনির উপরিভাগের ৭০০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত মেঘরাশির উপর থেকে এই বলয়ের শুরু এবং তা প্রায় ৭৪০০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই বলয়রাশির ভিতর বিভিন্ন পরিমাপের ফাঁকা জায়গা আছে। এই ফাঁকা স্থানের বিচারে এর বলয়গুলিকে কয়েকটি নামে চিহ্নিত করা হয়েছে। এই ভাগগুলি হলো- ডি, সি, বি, এ, এফ , জি, ই। এর সবচেয়ে বড় ফাঁকা স্থানের নাম ক্যাসিনি বিভাজন (Cassini Division)। এর বিস্তৃতির পরিমাণ প্রায় ১২০,৬০০ কিলোমিটার। পক্ষান্তরে এ এবং বি বলয়ের মধ্যকার দূরত্ব প্রায় ৪৮০০ কিলোমিটার।

২০০৭ সাল পর্যন্ত শনির প্রায় ৬০টি উপগ্রহের সন্ধান পাওয়া গেছে। এর ভিতর উল্লেখযোগ্য উপগ্রহগুলি হলো-

উপগ্রহের নাম শনি থেকে দূরত্ব (অর্ধ-অক্ষ) ব্যাসার্ধ আবিষ্কারের সময় আবিষ্কারক

ইয়াপটাস (Iapetus)

৩৫৬১ হাজার কিমি ৭৩০ কিমি ১৬৭১ খ্রিষ্টাব্দ ক্যাসিনি (Cassini )
এ্যাটলাস (Atlas) ১৩৮ হাজার কিমি ১৪ কিমি ১৯৮০ খ্রিষ্টাব্দ টেরিলে (Terrile)
এনচেলাদাস (Enceladus ) ২৩৮ হাজার কিমি ২৬০ কিমি ১৭৮৯ খ্রিষ্টাব্দ হার্সেল (Herschel )
এপিমেথাস (Epimetheus) ১৫১ হাজার কিমি ৫৭ কিমি ১৯৮০ খ্রিষ্টাব্দ ওয়াকার (Walker)
ক্যালিপ্সো (Calypso) ২৯৫ হাজার কিমি ১৩ কিমি ১৯৮০ খ্রিষ্টাব্দ প্যাসকু (Pascu)
জানুস (Janus) ১৫১ হাজার কিমি ৮৯ কিমি ১৯৬৬ খ্রিষ্টাব্দ ডলফাস (Dollfus)
টাইটান (Titan) ১২২২ হাজার কিমি ২৫৭৫ কিমি ১৬৫৫ খ্রিষ্টাব্দ হাইগেন্স (Huygens)
টেথিস (Tethys) ২৯৫ হাজার কিমি ৫৩০ কিমি ১৬৮৪ খ্রিষ্টাব্দ ক্যাসিনি (Cassini )
টেলেস্টো (Telesto) ২৯৫ হাজার কিমি ১৫ কিমি ১৯৮০ খ্রিষ্টাব্দ রেইট্‌সেমা ( Reitsema)
ডাওনে (Dione) ৩৭৭ হাজার কিমি ৫৬০ কিমি ১৬৮৪ খ্রিষ্টাব্দ ক্যাসিনি (Cassini )
প্যান (Pan) ১৩৪ হাজার কিমি ১০ কিমি ১৯৯০ খ্রিষ্টাব্দ শোয়াল্টার (Showalter)
প্যান্ডোরা (Pandora) ১৪২ হাজার কিমি ৪৬ কিমি ১৯৮০ খ্রিষ্টাব্দ ভয়েজার-১
প্রোমিথিউস (Prometheus) ১৩৯ হাজার কিমি ৪৬ কিমি ১৯৮০ খ্রিষ্টাব্দ কোলিনস (Collins)
ফিবি (Phoebe) ১২৯৫২ হাজার কিমি ১১০ কিমি ১৮৯৮ খ্রিষ্টাব্দ পিকারিং (Pickering )
মিমাস (Mimas) ১৮৬ হাজার কিমি ১৯৬ কিমি ১৭৮৯ খ্রিষ্টাব্দ হার্সেল (Herschel)
রিয়া (Rhea) ৪২৭ হাজার কিমি ৬৫ কিমি ১৬৭২ খ্রিষ্টাব্দ ক্যাসিনি (Cassini )
হাইপেরিয়া (Hyperion) ১৪৮১ হাজার কিমি ১৪৩ কিমি ১৮৪৮ খ্রিষ্টাব্দ বণ্ড (Bond)
হেলেনে (Helene ) ৩৭৭ হাজার কিমি ১৬ কিমি ১৯৮০ খ্রিষ্টাব্দ ল্যাকুয়েস (Laques)

শনি'র বলয় ও অন্যান্য উপকরণসমমূহ

বলয়ের নাম ভিতরের ব্যাসার্ধ বাইরের ব্যাসার্ধ প্রশস্ততা

ডি-বলয় (D-Ring)

৬৭,০০০ কিমি ৭৪,৫০০ কিমি ৭,৫০০ কিমি
সি-বলয় (C-Ring) ৭৪,৫০০ কিমি ৯২,০০০ কিমি ১৭,৫০০ কিমি
ম্যাক্সওয়েল বিভাগ (Maxwell Division) ৮৭,৫০০ কিমি ৮৮,০০০ কিমি ৫০০ কিমি
বি-বলয় (B-Ring) ৯২,০০০ কিমি ১১৭,৫০০ কিমি ২৫,৫০০ কিমি
ক্যাসিনি বিভাগ (Cassini Division) ১১৫,৮০০ কিমি ১২০,৬০০ কিমি ,৮০০ কিমি
হাইগিনস ফাঁক (Huygens Gap) ১১৭,৬৮০ কিমি --- ২৮৫-৪৪০ কিমি
এ-বলয় (A-Ring) ১২২,২০০ কিমি ১৩৬,৮০০ কিমি ১৪,৬০০ কিমি
এঙ্কে মিনিমা (Encke Minima) ১২৬,৪৩০ কিমি ১২৯,৯৪০ কিমি ৩,৫০০ কিমি
এঙ্কে বিভাগ (Encke Division ) ১৩৩,৪১০ কিমি ১৩৩,৭৪০ কিমি  
কিলার ফাঁক (Keeler Gap) ১৩৬,৫১০ কিমি ১৩৬,৫৫০ কিমি  
এফ বলয় (F-Ring) ১৪০,২১০ কিমি --- ৩০-৫০০ কিমি
জি বলয় (G-Ring ) ১৬৫,৮০০ কিমি ১৭৩,৮০০ কিমি ,০০০ কিমি
ই-বলয় (e-Ring ) ১৮০,০০০ কিমি ৪৮,০০০ কিমি ৩০০,০০০ কিমি

তথ্যসূত্র
http://nineplanets.org/saturn.html