২০০৫ খ্রিষ্টাব্দের ২৩ সেপ্টেম্বর ক্যাসিনি-হাইগেন মহাকাশযান থেকে তোলা ছবি

িো উপগ্রহ  
গ্রিক Καλυψώ>ইংরেজি  Calypso>ক্যালিপ্সো
ঊর্ধ্বক্রমবাচকতা  {| উপগ্রহ | হাকাশীয় বস্তু | প্রাকৃতিক লক্ষ্যবস্তু | সমগ্র | দৈহিক লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}

শনি'র একটি উপগ্রহ ১৯৮০ খ্রিষ্টাব্দের ১৩ই মার্চ এই উপগ্রহটি আবিষ্কার করেছিলেন Dan Pascu, P. Kenneth Seidelmann, William A. Baum এবং Douglas G. Currie। গ্রিক পৌরাণিক জলপরী ক্যালিপ্সোর নামানুসারে এই উপগ্রহের নামকরণ করা হয়েছে।

শনির উপগ্রহ টেথিস-এর একই কক্ষপথে আবর্তিত হচ্ছে। শনি থেকে এই উপগ্রহের দূরত্ব ২৯৪,৬১৯ কিমি এর ব্যাসার্ধ ১৩ কিমি

এই উপগ্রহটি দেখে গ্রহাণুপুঞ্জের একটি সদস্য বলে মনে হয়। এর বেশিরভাগ অংশ জুড়ে রয়েছে বরফ। এর আকার গোলাকার নয়। এই কারণে ব্যাসার্ধ দিয়ে এই গ্রহটিকে পরিমাপ করা হয় না। দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার বিচারে এর পরিমাপ ৩০.২ ×২৩×১৪ ঘন কিলোমিটার। ১.৮৮৭৮০২ দিনে শনিকে নিজ অক্ষে আবর্তিত হয়।


সূত্র :
http://www.seasky.org/solar-system/saturn-moons.html