ওডিসিয়াস এবং ক্যালিপ্সো

ি  
গ্রিক Καλυψώ>ইংরেজি  Calypso>ক্যালিপ্সো।

গ্রিক পৌরাণিক কাহিনিতে বর্ণিত জলপরী বিশেষ। এই জলপরী বাস করতেন অগিগিয়া দ্বীপে। হোমারের মতে ইনি ছিলেন এ্যাটলাস-এর কন্যা। হেসিয়োড-এর মতে ইনি ছিলেন ওসিনাস এবং টেথিস -এর কন্যা। স্যুডো-এ্যাপোলোডোরাসের মতে  নিরিয়াসএবং ডোরিস-এর কন্যা। এই কারণে অনেক সময় তাঁকে নিরিদ-দের একজন হিসেবে উল্লেখ করা হয়।

হোমারের ওডিসি মহাকাব্যে দেখা যায়, ট্রয় যুদ্ধের পর ওডিসিয়াস জাহাজে করে দেশে ফিরছিলেন। তখন জিউসের বজ্রাঘাতে তাঁর জাহাজ চূর্ণ হয়ে যায়। এরপর ওডিসিয়াস এক টুকরা কাঠকে অবলম্বন করে ভাসতে ভাসতে ক্যালিপ্সোর দ্বীপের কাছে আসেন। ক্যালিপ্সো ওডিসিয়াসকে দেখে মুগ্ধ হয়ে তাঁকে উদ্ধার করেন এবং সেবা দিয়ে তাঁকে সুস্থ করে তোলেন। এরপর ক্যালিপ্সো তাঁকে বিবাহ করার জন্য প্রস্তাব দেন। কিন্তু ওডিসিয়াস তাঁর দেশ ইথকায় ফিরে যাওয়ার কথা বলে এবং তাঁর স্ত্রী পেনিলোপের প্রতি প্রেমের কথাও বলে। এবং সবশেষে ক্যালিপ্সোর প্রস্তাব অগ্রাহ্য করে দেশে ফিরে যাওয়ার ইচ্ছা প্রবলভাবে ব্যক্ত করে। এরপর ক্যালিপ্সো নানা ধরনের ছল চাতুরী করে তাঁকে ধরে রাখার চেষ্টা করেন। তিনি নানা ধরনের প্রলোভন দেখিয়ে ওডিসির দেশের কথা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করে এবং তাঁকে অনন্ত যৌবন দানের কথা বলেন। এরপরেই ওডিসিয়াস ক্যালিপ্সোকে প্রত্যাখ্যান করে, ক্যালিপ্সো তাঁক একটি অন্ধকার গুহায় বন্দী করে রাখেন।

পোসেইডোন ছাড়া প্রায় সকল দেবতাই ওডিসিয়াসের এই বন্দী দশা থেকে মুক্ত করার জন্য উদগ্রীব হয়ে উঠেন। ওডিসিয়াসের মুক্তির জন্য অন্যান্য দেবতাদের আবেদন অনুসারে
জিউস
হের্মেজকে ক্যালিপ্সোর কাছে পাঠান। এরপর ব্যথিত চিত্তে ক্যালিপ্সো ওডিসিয়াসকে মুক্ত করে দেন। তিনি গাছ কেটে একটি বড় জাহাজ বানানোর জন্য ওডিসিয়াসকে পরামর্শ দেন। জাহাজ তৈরি হলে, প্রয়োজনীয় সামগ্রী দিয়ে ক্যালিপ্সো ওডিসিয়াসকে বিদায় জানান।


সূত্র :
ওডিসি
। হোমার
greek myth/Robert Graves, cassel & comoany, fourth edition 1995
http://www.greekmyths-greekmythology.com/calypso-odysseus-greek-myth/