টাইটান  
গ্রিক Τῑτάν>ইংরেজি Titan>বাংলা টাইটান
ঊর্ধ্বক্রমবাচকতা  {| উপগ্রহ | হাকাশীয় বস্তু | প্রাকৃতিক লক্ষ্যবস্তু | সমগ্র | দৈহিক লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}

শনি'র সর্ববৃহৎ উপগ্রহ। গ্রিক পৌরাণিক বীর ও দেবতা টাইটান-এর নামানুসারে এই উপগ্রহের নামকরণ করা হয়েছে। ই গ্রহটি সৌরজগতের সকল উপগ্রহের মধ্যে দ্বিতীয় বৃহত্তম। উল্লেখ্য বৃহস্পতিগ্রহের গ্যানিমেড (Ganymede) হলো সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ। ১৬৫৫ সালের ২৫ মার্চ-এ, ডাচ জ্যোতির্বিজ্ঞানী ক্রিস্টিয়ান হাইগেন্স এই উপগ্রহটি আবিস্কার করেছিলেন।
   
এর ব্যাস ২৫৭৬ ±২০০ কিলোমিটার। উপরিতলের স্থানের পরিমান ৮.৩´১০ বর্গকিলোমিটার। ভর ১.৩৪৫২ ± .০০০২´১০২৩। এর উপরিতলের গড় তাপমাত্রা ৯৩.৭ (কেলভিন) (-১৭৯.৪৫ ডিগ্রি সেলসিয়াস)। এই উপগ্রহে ঘন বায়ুমণ্ডল রয়েছে। ধারণা করা হয়, এই বায়ুমণ্ডলের ৯৮.৪% নাইট্রোজেন, ১.৬% মিথেন ও সামান্য কিছু হাইড্রোজেন। এই উপগ্রহটি শনিকে একবার প্রদক্ষিণ করতে সময় নেয় পার্থিব ১৫ দিন ২২ ঘন্টা।