২০০৬ খ্রিষ্টাব্দের ২৫ সেপ্টেম্বর ক্যাসিনি-হাইগেন মহাকাশযান থেকে তোলা ছবি

 
ঊর্ধ্বক্রমবাচকতা  {| উপগ্রহ | হাকাশীয় বস্তু | প্রাকৃতিক লক্ষ্যবস্তু | সমগ্র | দৈহিক লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}

শনি'র একটি উপগ্রহ পাশ্চাত্যে এর অপর নাম Saturn X। রোমান Janus-এর নামানুসারে এই উপগ্রহের নামকরণ করা হয়েছে।  ১৯৬৬ খ্রিষ্টাব্দের এই উপগ্রহটি আবিষ্কার করেছিলেন ফরাসি জ্যোতির্বিজ্ঞানী Audouin Dollfus। তিনি উপগ্রহটি প্রথম দেখেন ১৯৬৬ খ্রিষ্টাব্দের ১৫ ডিসেম্বর। প্রাথমিকভাবে এর নামকরণ করা হয়েছিল S/1966 S 2। এই উপগ্রহের কক্ষপথেই আবর্তিত হচ্ছে শনির এপিমেথেয়ুস নামক অপর একটি উপগ্রহ। ১৯৬৬ খ্রিষ্টাব্দের ১৮ ডিসেম্বর একই কক্ষপথে রিচার্ড ওয়াকার নামক অপর একজন বিজ্ঞানী এপিমেথেয়ুসকে শনাক্ত করতে সক্ষম হয়েছিলেন। সে সময় উভয় উপগ্রহকে একই মনে করা হয়েছিল। ১৯৭৮ খ্রিষ্টাব্দের অক্টোবর মাসে এম লারসন এবং ডব্লিউ ফাউন্টেইন এই দুটি মহাকাশীয় বস্তুকে পৃথক দুটি উপগ্রহ হিসেবে উল্লেখ করেন। ১৯৮০ খ্রিষ্টাব্দে ভয়েজার-১-এর পাঠানো তথ্য থেকে দুটি পৃথক উপগ্রহ স্বীকৃতি পায়। ১৯৮৩ খ্রিষ্টাব্দে এর নামকরণ করা হয় জানুস।

শনি থেকে এই উপগ্রহের দূরত্ব ১৫১ হাজার কিমি। এর ব্যাসার্ধ ৮৯ কিমি। ভর ১.৮৯৭৫ ± .০০০৬´১০১৪ কিলোগ্রাম। বিষুব অঞ্চলের এর মাধ্যকর্ষণ শক্তি ০.০১১-০.০১৭ মাইল/বর্গ সেকেন্ড। এই উপগ্রহে রয়েছে বিশাল বিশাল জ্বালামুখ। এর কোনো কোনোটির দৈর্ঘ্য ৩০ কিলোমিটারের বেশি। এই উপগ্রহটি নিজ অক্ষে আবর্তিত হয় পার্থিব ০.৬৯৪ ৬৬০৩৪২ দিন এর উপরিতল বেশ এবড়ো-থেবড়ো।