প্ 
গ্রিক Τῑτάν>গ্রিক Πανδώρα>ইংরেজি Pandora>বাংলা প্যান্ডোরা।
ঊর্ধ্বক্রমবাচকতা  
{| উপগ্রহ | হাকাশীয় বস্তু | প্রাকৃতিক লক্ষ্যবস্তু | সমগ্র | দৈহিক লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}

শনি'র একটি উপগ্রহ। গ্রিক পৌরাণিক নারী প্যান্ডোরা-র নামানুসারে এই উপগ্রহের নামকরণ করা হয়েছে। ১৯৮০ খ্রিষ্টাব্দের অক্টোবর মাসে ভয়েজার-১ থেকে গৃহীত ছবি অনুসারে S. A. Collins এবং D. Carlson এই উপগ্রহটিকে শনাক্ত করেন।  প্রাথমিকভাবে এর নামকরণ করা হয়েছিল S/1980 S 26। ১৯৮৫ খ্রিষ্টাব্দে এর আনুষ্ঠানিকভাবে নামকরণ করা হয় প্যান্ডোরা। এর অবস্থান শনির এফ বলয়ের বাইরে।

এর উপরিতল খাদে ভর্তি। এর দুটি খাতের দৈর্ঘ্য প্রায় ৩০ কিলোমিটার। এটি ঠিক গোলাকার উপগ্রহ নয়। দেখতে লম্বাটে পাথুরে টুকরো মনে হয়। শনি থেকে এর অর্ধ-অক্ষ দূরত্ব ১৪২ হাজার কিমি এবং শনিগ্রহকে কেন্দ্র করে .০১৯ কিলোমিটার/সেকেন্ড গতিতে আবর্তিত হচ্ছে। এর আয়তন ১৪৪×৮১×৬৪ ঘনকিলোমিটার এবং ভর ১.৩৭ ± ০.১১৯´১০১৭ বর্গকেজি। উপরিতলের মাধ্যাকর্ষণ ০.০০৬ মাইল/সেকেন্ড। ঘনত্ব ০.৪৯ গ্রাম/ঘনসেন্টিমিটার।


সূত্র :
http://solarsystem.nasa.gov/planets/profile.cfm?Object=Sat_Pandora&Display=Gallery