প্যান্ডোরা |
প্যান্ডোরা
হেসিওড লিখিত প্রাচীন গ্রিক পৌরাণিক কাহিনি
মতে–
প্যান্ডোরা ছিলেন প্রথম
মানবী।
জিউস দেবতাদের
রাজা হওয়ার পর ইনি
প্রোমেথেয়ুসকে একটি উন্নত প্রজাতির প্রাণী তৈরি করতে বললে, ইনি
মানুষ সৃষ্টি করেন। সেই সাথে এপমেথিয়ুসের উপর দায়িত্ব ছিল, নানা ধরনের প্রয়োজনীয়
উপকরণ দ্বারা মানুষ-সহ অন্যান্য প্রাণীদের সাজানো।
এপিমেথেয়ুস
খামখেয়ালী স্বভাবের ছিলেন। সে সকারণে তিনি কোনো কাজই সুপরিকল্পিতভাবে
করতে পারতেন না। মানুষ সৃষ্টির আগে দেবতারা তৈরি করেছিলেন, সেসকল প্রাণীদের নানারকম
উপকরণ দিয়ে সাজানোর দায়িত্ব ছিল
এপিমেথেয়ুসের
উপর। এই সবের ভিতরে ছিল প্রাণীদের
আত্মরক্ষা উপকরণ থেকে দৈহিক সৌন্দর্যের উপকরণ।
এপিমেথেয়ুস
অবিবেচকের মতো সকল উপকরণ
অন্যান্য প্রাণীদের দান করার পর, মানুষের জন্য অবশিষ্ট কিছুই রইল না। ফলে
প্রোমেথেয়ুস মানুষ
তৈরির পর দেখলেন, মানুষের জন্য মহৎ কিছুই নেই।
প্যান্ডোরার বাক্স উন্মোচন |
দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরও মানুষ সভ্যতার সন্ধান লাভে ব্যর্থ হলে― প্রোমেথেয়ুস এর কারণ হিসাবে আগুনের অভাব শনাক্ত করলেন। প্রোমেথেয়ুস মানুষকে আগুন জ্বালানোর কৌশল শেখার জন্য জিউসকে অনুরোধ করলেন। কিন্তু জিউস তাতে রাজি না হলে― প্রোমেথেয়ুস চুরি করে স্বর্গ থেকে আগুন এনে মানুষকে দান করেন এবং আগুন জ্বালানোর কৌশল শিখিয়ে দেন। মানুষ দেবতাদের জন্য পশু উৎসর্গ করে, তার শ্রেষ্ঠ অংশ দেবতাদের দান করতো। প্রোমেথেয়ুস দেবতাদের এই আচরণ অন্যায় মনে করে, একটি কৌশলের আশ্রয় নেন। তিনি একটি বিরাট ষাঁড় জবাই করে, এর উৎকৃষ্ট মাংস লুকিয়ে রাখলেন এবং অবশিষ্ট অস্থিগুলোকে চর্বিদিয়ে সাজিয়ে দেবতাদের জন্য রাখলেন। জিউস দেবতাদের পক্ষ থেকে ভাগ নিতে এলে, প্রোমেথেয়ুস নিকৃষ্ট অংশ তাঁর সামনে মেলে ধরলেন। জিউস এর মাংসস্তূপ থেকে চর্বি মাখানো অস্থি গ্রহণ করলেন। কিন্তু চুক্তি অনুসারে এরপর থেকে মানুষ দেবতাদের জন্য চর্বিযুক্ত অস্থিই উৎসর্গ করা শুরু করে। এই সব ঘটনার কারণে জিউস, ককেশাস পর্বতে প্রোমেথেয়ুসকে শৃঙ্খলিত করে রাখলেন। আর সেই সাথে প্রোমেথেয়ুসকে যন্ত্রণা দেবার জন্য একটি ঈগল নিয়োগ করলেন।
অন্যদিকে
মানুষকে শাস্তি দেবার জন্য,
জিউস
অন্যান্য দেবতাদের সহায়তায় একটি সুন্দরী নারী তৈরি করলেন। এই নারীর নাম দেওয়া হলো
প্যান্ডোরা। যাতে সুন্দরী নারীর জন্য মানুষের মধ্যে বিভেদ তৈরি হয়। এই নারীকে মূলত
তৈরি করেছিলেন দেবশিল্পী
হেফ্যাস্টাস।
আর দেবী
এথেনা
তাঁকে শিল্পকলার শিক্ষা দান
করেছিলেন। প্রেমের দেবী
এ্যাফ্রদাইতি তাঁকে
কামকলা এবং প্রেমের যাবতীয় শিক্ষা দান করেছিলেন। একই সাথে তিনি
পুরুষকে আকৃষ্ট করার কৌশল তাঁকে শিখিয়েছিলেন।
দেবতারা প্যান্ডোরাকে একটি বাক্স দান করেছিলেন। এই বাক্সের ভিতর ছিল নানা ধরনের
অশুভ সামগ্রী। এই নারীকে দেবতারা
প্রোমেথেয়ুসকে
দান করেছিলেন।
প্রোমেথেয়ুস
দেবতাদের কাছ
থেকে কোনো কিছু উপহার হিসেবে গ্রহণ করতে নিষেধ করেছিলেন। কিন্তু
এপিমেথেয়ুস
সে সাবধান বাণী অগ্রাহ্য করে প্যান্ডোরাকে গ্রহণ করেন। প্যান্ডোরাকে দেওয়া এই বাক্স
খুলতে
প্রোমেথেয়ুস
এবং
এপিমেথেয়ুস
প্যান্ডোরাকে নিষেধ করেছিলেন। কিন্তু প্যান্ডোরা সেই নিষেধ বাক্য উপেক্ষা করে একদিন
এই বাক্স খুলে ফেলেন। এর ফলে হিংসা, ক্রোধ, লোভ-এর মতো উপকরণ বাইরে ছড়িয়ে পড়ে।
প্যান্ডোরা দ্রুত সেই বাক্সের ঢাকনা বন্ধ করে দেন। ফলে 'আশা' নামক একটি উপকরণ
বাক্সের ভিতর রয়ে যায়। এই আশাই মানুষকে কর্মক্ষম করে রাখছে এবং আশা নিয়েই মানুষ
জীবন অতিবাহিত করে।
এপিমেথেয়ুস এবং
প্যান্ডোরার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন তাঁদের একমাত্র কন্যা পির্হ্রা (Pyrrha)।
এই আদি মানবীর নামানুসারে শনির গ্রহের একটি উপগ্রহের নামকরণ করা হয়েছে -প্যান্ডোরা
।
সূত্র :
http://www.buzzle.com/articles/the-greek-myth-of-pandora.html
greek myth/Robert Graves, cassel & comoany, fourth edition 1995
Mythology/Edith Hamilton/New American Library, 1969