অগ্নিবেশ
ঊর্ধ্বক্রমবাচকতা
{
পৌরাণিক সত্তা
|
কাল্পনিকসত্তা
|
কল্পনা
|
সৃজনশীলতা
|
দক্ষতা
|
জ্ঞান |
মনস্তাত্ত্বিক বিষয়
|
বিমূর্তন
|
বিমূর্ত-সত্তা
|
সত্তা
|}
হিন্দু
পৌরাণিক
কাব্য
মহাভারতের মতে–
তিনি ছিলেন ভরদ্বাজের শিষ্য। একে বলা হয়েছে অগ্নসম্ভূত। তিনি ভরদ্বাজের কাছে
আগ্নেয়াস্ত্র শিক্ষা করেন। এই অস্ত্রটি তিনি ভরদ্বাজের পুত্র দ্রোণকে দান করেন।
[মহাভারত।
আদিপর্ব। ১৩০ অধ্যায়]