অজিতগণ
ঊর্ধ্বক্রমবাচকতা
{
পৌরাণিক সত্তা
|
কাল্পনিকসত্তা
|
কল্পনা
|
সৃজনশীলতা
|
দক্ষতা
|
জ্ঞান |
মনস্তাত্ত্বিক বিষয়
|
বিমূর্তন
|
বিমূর্ত-সত্তা
|
সত্তা
|}
হিন্দু পৌরাণিক কাহিনি মতে–
প্রজাপতি ব্রহ্মা সৃষ্টির পূর্বে জয় নামক বারো জন দেবতার
সৃষ্টি করেন।
এঁরা সৃষ্টিতে ব্রহ্মাকে সাহায্য না করে- ধ্যানমগ্ন হয়ে পড়েন।
প্রজাবৃদ্ধি না হওয়াতে ব্রহ্মার অভিশাপে সপ্তমন্বন্তরে এঁরা জন্মগ্রহণ করেছিলেন।
এ
সময় এঁদের নাম ছিল- অজিতগণ,
তুষিতগণ,
সত্যগণ,
হরিগণ,
বৈকুণ্ঠগণ,
সাধ্যগণ ও আদিত্যগণ।