অঞ্জনা
১. হিন্দু পৌরাণিক কাহিনি মতে—
বিশ্বামিত্রের দ্বারা 
অভিশপ্ত, কুঞ্জরতনয়া নামক এক বানরীরূপী বিদ্যাধরী  গর্ভে অঞ্জনার জন্ম হয়।
সুমেরুর রাজা কেশরীর সাথে অঞ্জনার বিবাহ হয়।
পবনদেবের ঔরসে এবং এঁর গর্ভে- হনুমানের জন্ম হয়েছিল। 
 
২, 
হিন্দু মতে—
পশ্চিমদিকের হস্তিনী বিশেষ।
এর অপর নাম অঙ্গনা।