অওঘড়
ভারতবর্ষের সনাতন ধর্মের
দশনামী সম্প্রদায়ের ব্রহ্মগিরি নামক জনৈক সন্ন্যাসী গোরক্ষনাথের দ্বারা প্রভাবিত হয়ে
সৃষ্ট ধর্মীয় সম্প্রদায়। গুজরাট
অঞ্চলে এদের গদি আছে। তবে বর্তমানে শিষ্য-পরম্পরা লক্ষ্য
করা যায় না। গদির প্রধানকে বলা হয় মোহান্ত। গদির সন্ন্যাসীদের ভিতর থেকে
মোহান্ত নিয়োগ প্রাপ্ত হয়ে গদিতে আসীন হন এবং আমৃত্যু তিনি ওই পদে থাকেন। মোহান্তের মৃত্যুর পর
সন্ন্যাসীদের ভিতর থেকে নতুন মোহান্ত নির্বাচিত হন।
সূত্র :