বলাক
ঊর্ধ্বক্রমবাচকতা
{
পৌরাণিক সত্তা
|
কাল্পনিকসত্তা
|
কল্পনা
|
সৃজনশীলতা
|
দক্ষতা
|
জ্ঞান |
মনস্তাত্ত্বিক বিষয়
|
বিমূর্তন
|
বিমূর্ত-সত্তা
|
সত্তা
|}
হিন্দু পৌরাণিক কাহিনি মতে–
জনৈক
শিকারী বিশেষ।
ইনি একমাত্র স্ত্রী পুত্র পিতামাতা প্রভৃতির জীবন যাত্রা নির্বাহের জন্যই কোনো
পশু হত্যা করতেন।
একদিন ইনি বনে গিয়ে কোন কোন পশু না পেয়ে,
জলপান রত একটি
অন্ধ পশুকে হত্যা করেন।
উল্লেখ্য এই পশুটি সমস্ত প্রাণী বিনষ্ট করবার ইচ্ছায় তপস্যা করে অভীষ্ট বর
পেয়েছিলেন।
তবে ব্রহ্মা তাকে অন্ধ করে দিয়েছিলেন।
এই প্রাণীটিকে হত্যা করে,
ইনি স্বর্গে
গিয়েছিলেন।