ব্যাস
হিন্দু পৌরাণিক কাহিনী মতে- পৌরাণিক গ্রন্থ বেদের বিভাজনকারী ঋষিসমূহ।
বৈবস্বত মন্বন্তরে দ্বাপর যুগে যে সকল মুনি বেদ বিভাগ করেছিলেন- তাঁদেরকে ব্যাস বলা
হয়।
এই মন্বন্তরে মাট ২৮ জন ব্যাস এসেছিলেন।
এঁরা হলেন-
১।
স্বয়ম্ভু ২। প্রজাপতি ৩। উশনাঃ ৪। বৃহস্পতি ৫। সবিতা ৬। মৃত্যু ৭। ইন্দ্র |
৮।
বশিষ্ঠ |
১৫।
এষ্যারুণ |
২২।
বন (বাজশ্রবা) |
হিন্দু পৌরাণিক কাহিনিতে কৃষ্ণদ্বৈপায়নকেই
বিশেষভাবে ব্যাস বলা হয়।
বিস্তারিত
দেখুন:
কৃষ্ণদ্বৈপায়ন