বেণ
ঊর্ধ্বক্রমবাচকতা { পৌরাণিক সত্তা | কাল্পনিকসত্তা | কল্পনা | সৃজনশীলতা | দক্ষতা | জ্ঞান | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}

হিন্দু পৌরাণিক কাহিনী মতে অঙ্গরাজের পুত্র এঁর মায়ের নাম ছিল সুনীথা বেণ অত্যন্ত পরস্ত্রী অপহরক, প্রজাপীড়ক রাজা ছিলেন। এই কারণে রাজ্যের মহর্ষিগণ তাঁকে এই সকল কাজ থেকে বিরত থাকার জন্য বারবার অনুরোধ করেন। নিষ্পাপ ব্রাহ্মণদের অভিশাপে অভিশপ্ত হন। পরে মহর্ষিরা কুশাঘাতে তাঁকে হত্যা করেন। বেণ নিহত হলে, পুত্র উৎপাদনের জন্য মহর্ষিগণ তাঁর দেহ মন্থন করা শুরু করেন। এর ফলে বেণের দেহ থেকে ম্লেচ্ছজাতির জন্ম হলো। এবং তাঁর ডান হাত থেক একটি পুত্রসন্তান উৎপন্ন হয়। এই পুত্রের নাম রাখা হয় পৃথু।
                    [দশম অধ্যায়। মৎস্যপুরাণ ]
                    [অষ্টাদশোধ্যায় (১৮তম অধ্যায়)। অগ্নিপুরাণ ]