বিচিত্রবীর্য
ঊর্ধ্বক্রমবাচকতা { পৌরাণিক সত্তা | কাল্পনিকসত্তা | কল্পনা | সৃজনশীলতা | দক্ষতা | জ্ঞান | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}

হিন্দু পৌরাণিক কাহিনী মতে-
মহাভারতের মতে- শান্তনু নামক রাজার দ্বিতীয় পত্নী, সত্যবতীর দুটি পুত্র ছিল এই পুত্রদ্বয়ের মধ্যে জ্যেষ্ঠের নাম ছিল চিত্রাঙ্গদ কনিষ্ঠের নাম ছিল বিচিত্রবীর্য শান্তনুর মৃত্যুর পর ভীষ্ম ও সত্যবতীর অনুমতিক্রমে- চিত্রাঙ্গদ হস্তিনার সিংহাসনে বসেন হিন্দু পৌরাণিক কাহিনী মতে- নামক এক গন্ধর্বের সাথে যুদ্ধের পর শান্তনুর পুত্র চিত্রাঙ্গদ নিহত হন চিত্রাঙ্গদের মৃত্যুর পর, ভীষ্ম ও সত্যবতীর অনুমতিক্রমে বিচিত্রবীর্য রাজা হন ইনি যৌবনে উপনীত হলে, ভীষ্ম কাশীরাজের তিনকন্যাকে স্বয়ংবর সভা থেকে অপহরণ করে এনে- দুই কন্যার সাথে তাঁর বিবাহ দেন এই দুটি কন্যার নাম ছিল- অম্বিকা ও অম্বালিকা বিচিত্রবীর্য এই দুই বধুর সাথে অমিত যৌনাচারের ফলে দুর্বল হয়ে পড়েন এবং অকালে যক্ষা রোগে মৃত্যুবরণ করেন এর পরে ব্যাসদেব এই দুই বধুর গর্ভে বিচিত্রবীর্যের দুটি ক্ষেত্রজ পুত্র উত্পন্ন করেছিলেন এই পুত্র দুটির নাম ছিল ধৃতরাষ্ট্র ও পাণ্ডু