বৈশম্পায়ন
ঊর্ধ্বক্রমবাচকতা { পৌরাণিক সত্তা | কাল্পনিকসত্তা | কল্পনা | সৃজনশীলতা | দক্ষতা | জ্ঞান | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}

হিন্দু পৌরাণিক কাহিনি মতে ব্যাসদেবের প্রিয় শিষ্য ব্যাসদেব এঁকে সংহিতা প্রদান করেছিলেন ইনি লোমহর্ষণের কাছে পুরাণ পাঠ করেন পরে তিনি ছয়জন শ্রেষ্ঠ পুরাণজ্ঞের একজনে পরিণত হন জনমেজয় কুরুপাণ্ডব-চরিত-কথা শুনতে ইচ্ছা করলে ব্যাসদেব এঁকে মহাভারতের কাহিনী বলতে আদেশ করেছিলেন। 

ইনি মহর্ষি যাজ্ঞবল্ক্যকে যজুর্বেদ শিক্ষা দিয়েছিলেন একবার ইনি ভুলক্রমে তাঁর ভাগ্নেকে লাথি মারলে, ভাগ্নে মৃত্যুবরণ করেন এই পাপের প্রায়শ্চিত্তস্বরূপ তিনি শিষ্যদের যজ্ঞের অনুষ্ঠান করতে বলেন উত্তরে যাজ্ঞবল্ক্য বলেন যে, তিনি একাই এই যজ্ঞ করতে পারবেন যাজ্ঞবল্ক্যের এইরূপ গর্বিত বাক্য শুনে, বৈশম্পায়ন ভীষণ রেগে যান এবং যাজ্ঞবল্ক্যকে তাঁর অধীত বিদ্যা ফিরিয়ে দিতে বলেন গুরুর নির্দেশ মেনে নিয়ে, যাজ্ঞবল্ক্য সমস্ত যজুর্বেদ বমি করে ত্যাগ করেন।