ইনি মহর্ষি যাজ্ঞবল্ক্যকে যজুর্বেদ শিক্ষা দিয়েছিলেন। একবার ইনি ভুলক্রমে তাঁর ভাগ্নেকে লাথি মারলে, ভাগ্নে মৃত্যুবরণ করেন। এই পাপের প্রায়শ্চিত্তস্বরূপ তিনি শিষ্যদের যজ্ঞের অনুষ্ঠান করতে বলেন। উত্তরে যাজ্ঞবল্ক্য বলেন যে, তিনি একাই এই যজ্ঞ করতে পারবেন। যাজ্ঞবল্ক্যের এইরূপ গর্বিত বাক্য শুনে, বৈশম্পায়ন ভীষণ রেগে যান এবং যাজ্ঞবল্ক্যকে তাঁর অধীত বিদ্যা ফিরিয়ে দিতে বলেন। গুরুর নির্দেশ মেনে নিয়ে, যাজ্ঞবল্ক্য সমস্ত যজুর্বেদ বমি করে ত্যাগ করেন।