বগলা

হিন্দু পৌরাণিক কাহিনী মতে– দুর্গা দেবীর একটি রূপ বিশেষ রুরু নামক অসুরের পুত্র দুর্গম, ব্রহ্মাকে সন্তুষ্ট করে দেবতাদের পরাজিত করার বর লাভ করেন পরে দুর্গম দেবতাদের উপর অত্যাচার করতে আরম্ভ করলে- দেবতারা দেবী ভগবতীর আরাধনা করেন এই আরাধনায় দেবী সন্তুষ্ট হয়ে দুর্গমের বিরুদ্ধে যুদ্ধে অবর্তর্ণ হন এই যুদ্ধের সময় ভগবতীর দেহ থেকে যে সকল দেবীশক্তি আবির্ভূতা হন, তাঁরা হলেন- কালী, তারা, ষোড়শী, ত্রিপুরা, ভৈরবী, রমা, বগলা, মাতঙ্গী, ত্রিপুরাসুন্দরী, কামাক্ষী, জন্তিনী, মোহিনী, ছিন্নমস্তা ও গুহ্যকালী প্রভৃতি মহাশক্তি।             
          
দেখুন : দুর্গা