বুধ [বুধ্]
ঊর্ধ্বক্রমবাচকতা {| হিন্দু দৈবসত্তা | দৈবসত্তা | আধ্যাত্মিক সত্তা | বিশ্বাস | ্রজ্ঞা | জ্ঞান | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}

হিন্দু পৌরাণিক কাহিনী মতে  চন্দ্রের পুত্র। এর অপরাপর নাম  চন্দ্রপুত্র, জ্ঞ, বুধ।

চন্দ্র একবার বৃহস্পতি'র স্ত্রী তারা'র রূপে মুগ্ধ হয়ে তাঁকে অপহরণ করেন বৃহস্পতি তাঁর স্ত্রীর উদ্ধারের জন্য দেবতাদের কাছে নালিশ করলে, দেবতারা তারাকে বৃহস্পতির কাছে ফিরিয়ে দেবার জন্য, চন্দ্রের কাছে অনুরোধ করেন চন্দ্র দেবতাদের উক্ত আবেদন প্রত্যাখ্যান করলে, রুদ্রদেব চন্দ্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন যুদ্ধ ক্রমে ক্রমে প্রবলতর হয়ে উঠলে, ব্রহ্মার মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয় ব্রহ্মা চন্দ্রের কাছ থেকে তারাকে উদ্ধার করে বৃহস্পতির কাছে ফিরিয়ে দেন এই সময় তারা অন্তঃসত্ত্বা ছিলেন বৃহস্পতি তারাকে গর্ভমোচনের আদেশ করলে  তারা শরবনে একটি পরমসুন্দর পুত্র জন্ম প্রসব করেন ব্রহ্মা অবশেষে তারাকে জিজ্ঞাসা করে জানতে পারেন যে, এই পুত্রটি চন্দ্রের ঔরসজাত এরপর ব্রহ্মা চন্দ্রের কাছে এই শিশুটিকে ফিরিয়ে দেন চন্দ্র এঁর নাম রাখেন বুধ এরপর চন্দ্র বুধকে গ্রহ হিসাবে স্থাপন করেন বুধ বৈবস্বত মনুর কন্যা ইলাকে বিবাহ করেছিলেন এঁর ঔরসে ও ইলার গর্ভে পুরূরবা নামক একটি পুত্র জন্মগ্রহণ করেছিল

ভারতীয় জ্যোতির্বিজ্ঞানীরা এই দেবতার নামানুসারে সৌরজগতের একটি গ্রহের নামকরণ করেন।
            দেখুন : বুধ (জ্যোতির্বিজ্ঞান)