দম
ঊর্ধ্বক্রমবাচকতা { পৌরাণিক সত্তা | কাল্পনিকসত্তা | কল্পনা | সৃজনশীলতা | দক্ষতা | জ্ঞান | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}

হিন্দু পৌরাণিক কাহিনি মতে
ইনি ছিলেন সুর্যবংশীয় রাজা মরুত্তের পৌত্র
মাতৃগভে ইনি নয় বত্সর অবস্থান করেছিলেনএই কারণে মাতাকে দম (ধৈর্য) অবলম্বন করতে হয় এবং ইনিও নিজে দমশীল (ধৈর্যশীল) হয়ে জন্মগ্রহণ করেনপরে এঁর নাম রাখা হয় দমইনি দুষ্টদের দমনকারী হিসাবে প্রসংশিত হনইনি বৃষপর্বার কাছে ধনুর্বেদ ও দুন্দুভির কাছে নানা প্রকার অস্ত্রবিদ্যা শিক্ষা করেনএছাড়া ইনি বেদ ও বেদাঙ্গ নিয়ে প্রচুর লেখাপড়া করেনসেই কারণে, ইনি সমকালীন রাজাদের কাছে বিশেষ সম্মানের পাত্র ছিলেন