দম
ঊর্ধ্বক্রমবাচকতা
{
পৌরাণিক সত্তা
|
কাল্পনিকসত্তা
|
কল্পনা
|
সৃজনশীলতা
|
দক্ষতা
|
জ্ঞান |
মনস্তাত্ত্বিক বিষয়
|
বিমূর্তন
|
বিমূর্ত-সত্তা
|
সত্তা
|}
হিন্দু পৌরাণিক কাহিনি মতে–ইনি ছিলেন সুর্যবংশীয় রাজা
মরুত্তের পৌত্র।
মাতৃগভে ইনি নয় বত্সর
অবস্থান করেছিলেন।
এই কারণে মাতাকে দম
(ধৈর্য) অবলম্বন করতে হয় এবং ইনিও নিজে দমশীল (ধৈর্যশীল) হয়ে জন্মগ্রহণ করেন।
পরে এঁর নাম রাখা হয় দম।
ইনি দুষ্টদের দমনকারী
হিসাবে প্রসংশিত হন।
ইনি বৃষপর্বার কাছে
ধনুর্বেদ ও দুন্দুভির কাছে নানা প্রকার অস্ত্রবিদ্যা শিক্ষা করেন।
এছাড়া ইনি বেদ ও বেদাঙ্গ
নিয়ে প্রচুর লেখাপড়া করেন।
সেই কারণে,
ইনি সমকালীন রাজাদের
কাছে বিশেষ সম্মানের পাত্র ছিলেন।