দম্ভোদ্ভব
ঊর্ধ্বক্রমবাচকতা
{
পৌরাণিক সত্তা
|
কাল্পনিকসত্তা
|
কল্পনা
|
সৃজনশীলতা
|
দক্ষতা
|
জ্ঞান |
মনস্তাত্ত্বিক বিষয়
|
বিমূর্তন
|
বিমূর্ত-সত্তা
|
সত্তা
|}
হিন্দু পৌরাণিক কাহিনি মতে–
জনৈক রাজা।
নিজের শক্তি বিষয়ে তাঁর
অসম্ভব অহংকার ছিল।
ব্রাহ্মণরা একবার তাঁকে
বলেন যে,
গন্ধমাদন পর্বতে সন্ন্যাসধর্ম
অবলম্বন করে যে সকল নর-নারায়ণ বাস করেন,
তাঁদের শক্তি বেশি।
তখন ইনি উক্ত পর্বতে
সসৈন্যে অগ্রসর হন।
নর-নারায়ণ এঁকে এই
যুদ্ধে যাওয়ার জন্য নিষেধ করেন।
কিন্তু দম্ভোদ্ভব সে কথা
না শুনে অগ্রসর হলে,
এঁরা একমুষ্টি ঘাস নিয়ে তীরের
মত নিক্ষেপ করলেন।
এই নিক্ষিপ্ত ঘাসে সমস্ত
আকাশ সাদা হয়ে যায় এবং এঁর সকল সৈন্যের চোখ,
কান ও নাকে প্রবেশ করে।
এরপর ইনি এঁদের কাছে
ক্ষমাপ্রার্থনা করে কোনরকমে রক্ষা পান।