দমন
ঊর্ধ্বক্রমবাচকতা
{
পৌরাণিক সত্তা
|
কাল্পনিকসত্তা
|
কল্পনা
|
সৃজনশীলতা
|
দক্ষতা
|
জ্ঞান |
মনস্তাত্ত্বিক বিষয়
|
বিমূর্তন
|
বিমূর্ত-সত্তা
|
সত্তা
|}
হিন্দু পৌরাণিক কাহিনি মতে–
ইনি ছিলেন বিদর্ভরাজ ভীমের
পুত্র।
সন্তান না হওয়ায় ভীম
বহুদিন মনঃকষ্টে কাটান।
এই সময় দমন নামে এক
মহর্ষি তাঁর অতিথ্য গ্রহণ করেন।
এই মহর্ষির বরে ভীম
তিনটি পুত্র ও এক কন্যা লাভ করেন।
মহর্ষি দমনের নামানুসারে
তিনি তিন পুত্রের নামকরণ করেন-দম,
দন্ত ও দমন এবং কন্যার
নাম রাখেন দময়ন্তী।
নিষধরাজ নল এই দময়ন্তীকে
স্বয়ংবর সভায় লাভ করেন।