দমন
ঊর্ধ্বক্রমবাচকতা { পৌরাণিক সত্তা | কাল্পনিকসত্তা | কল্পনা | সৃজনশীলতা | দক্ষতা | জ্ঞান | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}

হিন্দু পৌরাণিক কাহিনি মতে
ইনি ছিলেন বিদর্ভরাজ ভীমের পুত্রসন্তান না হওয়ায় ভীম বহুদিন মনঃকষ্টে কাটানএই সময় দমন নামে এক মহর্ষি তাঁর অতিথ্য গ্রহণ করেনএই মহর্ষির বরে ভীম তিনটি পুত্র ও এক কন্যা লাভ করেনমহর্ষি দমনের নামানুসারে তিনি তিন পুত্রের নামকরণ করেন-দম, দন্ত ও দমন এবং কন্যার নাম রাখেন দময়ন্তীনিষধরাজ নল এই দময়ন্তীকে স্বয়ংবর সভায় লাভ করেন