ধৃষ্টকেতু
ঊর্ধ্বক্রমবাচকতা
{
পৌরাণিক সত্তা
|
কাল্পনিকসত্তা
|
কল্পনা
|
সৃজনশীলতা
|
দক্ষতা
|
জ্ঞান |
মনস্তাত্ত্বিক বিষয়
|
বিমূর্তন
|
বিমূর্ত-সত্তা
|
সত্তা
|}
হিন্দু পৌরাণিক
কাহিনি মতে–
এই নামে দুটি উল্লেখযোগ্য
চরিত্র পাওয়া যায়। এঁরা হলেন–
১.
ইনি ছিলেন শিশুপালের পুত্র।
ইনি পূর্বজন্মে প্রহ্লাদের ভাই ছিলেন।
তখন তাঁর নাম ছিল অনুহ্লাদ।
কুরুক্ষেত্রের যুদ্ধে ইনি পাণ্ডবদের পক্ষে যোগ দিয়েছিলেন।
এর বোন করেণুমতী চতুর্থ পাণ্ডব নকুলের স্ত্রী ছিলেন।
জয়দ্রথ নিহত হওয়ার দিনে ইনি অসাধারণ বীরত্ব দেখান।
ধৃষ্টকেতু যখন দ্রোণাচার্যের গতিরোধ করতে উদ্যত হন,
তখন
ত্রিগর্তরাজ সুশর্মার পুত্র বীরধন্বা নামে কৌরবপক্ষীয় এক বীর এঁর গতিরোধ করেন।
সেই যুদ্ধে ধৃষ্টকেতু বীরধন্বাকে হত্যা করেন এবং বহুক্ষণ যুদ্ধের পর
দ্রোণাচার্যের অস্ত্রে ইনি নিহত হন।
২.
পাঞ্চালরাজ দ্রুপদের নাতি এবং ধৃষ্টদ্যুম্নের পুত্র।