দৈববৎসর
হিন্দু পৌরাণিক বৎসর।
বিষ্ণুপুরাণের প্রথম অংশের তৃতীয় অধ্যায়ে
দৈববৎসরে যে বিবরণ দেওয়া হয়েছে, তা হলো-
- নিমেষ= একবার চক্ষু মুদিলে এক নিমেষ হয়।
- কাষ্ঠা= ১৫ নিমেষ
- কলা= ৩০ কাষ্ঠা
- মুহূর্ত= ৩০ কলা
- মনুষ্য দিবারাত্রি= ৩০ মুহূর্ত
- পক্ষ= ১৫ মনুষ্য দিবারাত্রি
- মাস= ২ পক্ষ
- অয়ন= ৬ মাস। অয়ন দুই প্রকার। এই প্রকার দুটি হলো- উত্তরায়ন ও দক্ষিণায়ন। এর ভিতরে উত্তরায়ন হলো দেবতাদের দিন এবং দক্ষিণায়ন হলো দেবতাদের রাত্রি।
- বৎসর= ২ অয়ন। দেবতাদের ১২ হাজার বৎসরে চারটি যুগ সংঘটিত হয়। এই যুগগুলো হলো- সত্য ত্রেতা, দ্বাপর ও কলি। কিন্তু এই যুগ সমান সময়ে বিভাজিত নয়।
এই চারযুগের শুরুতে থাকে পূর্বসন্ধ্যা এবং এর শেষে থাকে শেষসন্ধ্যা। বৎসরের
এরূপ বিচারে এই যুগবিভাজন যেভাবে পাওয়া যায় তাহলো- হলো-
- পূর্ব-সন্ধ্যা= সত্যযুগের শুরুর পূর্বে সন্ধিকাল বা সন্ধ্যা, ১ হাজার
বৎসর
- সত্যযুগ= ৪ হাজার বৎসর
- ত্রেতাযুগ=৩ হাজার বৎসর
- দ্বাপরযুগ=২ হাজার বৎসর
- কলিযুগ=১ হাজার বৎসর
- শেষসন্ধ্যা= কলি যুগের সমাপ্তের পর সংঘটির সন্ধিকাল বা শেষসন্ধ্যা ১
হাজার বৎসর।
- চতুর্যুগ: পূর্বসন্ধ্যা, সত্যযুগ, ত্রেতাযুগ,
দ্বাপযুগ, কলিযুগ ও শেষসন্ধ্যা নিয়ে গঠিত সময়।
- মন্বন্তর= ৭১ চতুর্যুগ।
- ব্রহ্মাদিন= ১৪ মন্বন্তর। প্রজাপতি
ব্রহ্মা'
র দিন।
- ব্রহ্মামাস=৩০ ব্রহ্মাদিন
- ব্রহ্মাবৎসর=১২ ব্রহ্মামাস
- মহাকল্প: ৫০ ব্রহ্মাবৎসর
- ব্রহ্মশতাব্দী=১০০ ব্রহ্মাবৎসর বা ২ ব্রহ্মা মহাকল্প। এই সময়কে
ব্রহ্মা'র
আয়ুষ্কাল বলা হয়।