দশজ্যোতি
ঊর্ধ্বক্রমবাচকতা { পৌরাণিক সত্তা | কাল্পনিকসত্তা | কল্পনা | সৃজনশীলতা | দক্ষতা | জ্ঞান | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}
হিন্দু পৌরাণিক চরিত্র বিশেষ
। মহাভারতের মতে সুভ্রাট-এর তিন পুত্রের নাম ছিল দশজ্যোতি,  শতজ্যোতি সহস্রজ্যোতি এর ভিতরে দশজ্যোতির দশ হাজার, শতজ্যোতির এক লক্ষ এবং সহস্রজ্যোতির দশ লক্ষ পুত্র-সন্তান জন্মগ্রহণ করেছিল। এই সকল সন্তানদের উত্তরপুরুষ থেকে কুরুবংশ, যদুবংশ, ভরতবংশ, যযাতিবংশ ও ইক্ষ্বাকুবংশ এবং অন্যান্য রাজর্ষি বংশ সৃষ্টি হয়েছিল।
    [সূত্র: মহাভারত। আদিপর্ব। অনুক্রমণিকাধ্যায় | সৃষ্টিবর্ণন | ]।