দুঃশলা
ঊর্ধ্বক্রমবাচকতা
{
পৌরাণিক সত্তা
|
কাল্পনিকসত্তা
|
কল্পনা
|
সৃজনশীলতা
|
দক্ষতা
|
জ্ঞান |
মনস্তাত্ত্বিক বিষয়
|
বিমূর্তন
|
বিমূর্ত-সত্তা
|
সত্তা
|}
হিন্দু পৌরাণিক কাহিনি মতে–
ইনি ছিলেন ধৃতরাষ্ট্র ও
গান্ধারীর একমাত্র কন্যা।
সিন্ধুরাজ জয়দ্রথের সাথে
এঁর বিবাহ হয়েছিল।
কুরুক্ষেত্র যুদ্ধে
অর্জুন জয়দ্রথকে হত্যা করলে,
দুঃশলা শিশুপুত্র সুরথকে
রাজ্যাভিসিক্ত করেন।
অশ্বমেধ যজ্ঞকালে অর্জুন
যজ্ঞাশ্ব নিয়ে সিন্ধুদেশে উপস্থিত হলে,
পিতার হত্যাকারী
অর্জুনের আগমনে ভীত হয়ে সুরথ মুর্চ্ছিত হন ও মৃত্যুমুখে পতিত হন।
তখন অর্জুন সুরথের
নাবালক পুত্রকে সিন্ধুদেশের সিংহাসনে প্রতিষ্ঠিত করে দুঃশলাকে সান্ত্বনা দিয়ে
প্রস্থান করেন।