গান্ধিনী

ঊর্ধ্বক্রমবাচকতা { পৌরাণিক সত্তা | কাল্পনিকসত্তা | কল্পনা | সৃজনশীলতা | দক্ষতা | জ্ঞান | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}


হিন্দু পৌরাণিক কাহিনী মতে-
ইনি ছিলেন কাশীরাজর কন্যা হরিবংশের মতে এঁর নাম ছিল- নিরুক্তি ইনি তাঁর মায়ের গর্ভে দীর্ঘদিন ছিলেন এঁর পিতা কাশীরাজ এই কারণে, তাঁকে ভূমিষ্ঠ হতে অনুরোধ করলে- ইনি গর্ভ থেকে উত্তর দেন যে- প্রতিদিন গোদানের অনুমতি দিলে তিনি ভূমিষ্ঠ হবেন তাঁর পিতা এতে রাজী হলে-ইনি ভূমিষ্ঠ হন ইনি প্রতিদিন ব্রাহ্মণদের গোদান করতেন বলে এঁর নাম গান্ধিনী হয় কাশীরাজের রাজ্যে কবার দীর্ঘদিন বৃষ্টিপাত না হলে, কাশীরাজ শ্বফল্ককে তাঁর রাজ্যে এনে বৃষ্টিপাতের ব্যবস্থা করেন পরে শ্বফল্কের সাথে গান্ধিনীর বিবাহ হয় শ্বফল্কের ঔরসে এঁর গর্ভে অক্রুর জন্মগ্রহণ করেন