জাম্ববান
অপর নাম জাম্বুবান


হিন্দু পৌরাণিক কাহিনি মতে
 পূর্ব-যুগে ঋক্ষরাজ জাম্ববানকে ব্রহ্মা সৃষ্টি করেছিলেন। ব্রহ্মা হাই তোলার সময় মুখ থেকে জাম্ববান জন্মগ্রহণ করেন। [ষোড়শ সর্গ। বালখণ্ড। রামায়ণ] এর অপর নাম জাম্ববান।

 

ইনি ত্রেতাযুগে সুগ্রীবের মন্ত্রি ছিলেন ও রাম-রাবণের যুদ্ধকালে সুগ্রীব ও রামকে সাহায্য করেছিলেন শিশু হনুমান বিভিন্ন ঋষিদের আশ্রমে উপদ্রব শুরু  করলে, ঋষিদের অভিশাপে ইনি দীর্ঘদিন তাঁর নিজের ক্ষমতা সম্পর্কে বিস্মৃত হয়ে থাকেন হনুমান কর্তৃক সাগর লঙ্ঘনের পূর্বে জাম্ববান হনুমানকে তাঁর ক্ষমতা সম্পর্কে অবহিত করেছিলেন এরপর থেকে ইনি তাঁর ক্ষমতা সম্পর্কে আর বিস্মৃত হন নি

 

দ্বাপরে স্যমন্তক মণি নিয়ে কৃষ্ণের সাথে জাম্ববানের যুদ্ধ হয় যুদ্ধে ইনি পরাজিত হন এবং পরে জাম্ববান উপলব্ধি করেন যে, রামই কৃষ্ণরূপে জন্মগ্রহণ করেছেন পরে তিনি তার কন্যা জাম্ববতীর সাথে কৃষ্ণের বিবাহ দেন এবং বিষ্ণুর আরাধনা করে দেহত্যাগ করেন