কাক্ষীবতী
ঊর্ধ্বক্রমবাচকতা
{
পৌরাণিক সত্তা
|
কাল্পনিকসত্তা
|
কল্পনা
|
সৃজনশীলতা
|
দক্ষতা
|
জ্ঞান |
মনস্তাত্ত্বিক বিষয়
|
বিমূর্তন
|
বিমূর্ত-সত্তা
|
সত্তা
|}
হিন্দু পৌরাণিক কাহিনি মতে–
কাক্ষীবানের
কন্যা।
পুরুবংশীয় রাজা ব্যুষিতাশ্বের সাথে তাঁর বিবাহ হয়।
এঁর অপর নাম ভদ্রা।
বিবাহের কিছুদিন পর,
ব্যুষিতাশ্ব
যক্ষ্মারোগে মৃত্যুবরণ করেন।
স্বামীর মৃত্যুতে তিনি অতি কাতর হয়ে মৃতদেহ আলিঙ্গন করে বিলাপ করতে থাকেন।
সে সময় দৈববাণীতে বলা হয় যে- তুমি ঘরে ফিরে যাও তোমাকে বর প্রদান করছি,
আমি তোমাতে সন্তান উত্পাদন করবো।
তুমি ঋতুস্নাতা হয়ে শয্যায় শয়ন কর।
কাক্ষাবতী সেই মত শয্যায় গেলে- শবের সাথে সম্পর্কপূর্বক সাতটি সন্তানের জননী হন।