কাক্ষীবান
ঊর্ধ্বক্রমবাচকতা { পৌরাণিক সত্তা | কাল্পনিকসত্তা | কল্পনা | সৃজনশীলতা | দক্ষতা | জ্ঞান | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}
হিন্দু পৌরাণিক কাহিনি মতে  বলিরাজের স্ত্রী সুদেষ্ণার দাসী'র গর্ভে এবং দীর্ঘতমা ঋষির ঔরসে কাক্ষীবানের জন্ম হয় এঁর মা ছিলেন শূদ্র কন্যা ইনি দীর্ঘকাল তপস্যা করে ব্রাহ্মণত্ব লাভ করেন। এঁর কন্যার নাম ছিল-কাক্ষীবতী।