কেতুমান
ঊর্ধ্বক্রমবাচকতা
{
পৌরাণিক সত্তা
|
কাল্পনিকসত্তা
|
কল্পনা
|
সৃজনশীলতা
|
দক্ষতা
|
জ্ঞান |
মনস্তাত্ত্বিক বিষয়
|
বিমূর্তন
|
বিমূর্ত-সত্তা
|
সত্তা
|}
হিন্দু পৌরাণিক কাহিনীতে একাধিক চরিত্র পাওয়া যায়। যেমন–
১.
কলিঙ্গের রাজপুত্র।
এঁর পিতার নাম ছিল শ্রুতায়ু (কলিঙ্গরাজ।
কুরুক্ষেত্রের যুদ্ধের দ্বিতীয় দিনে ইনি ভীমের হাতে নিহত হন।
২.
দানব বিশেষ।
কশ্যপের ঔরসে দনু'র
গর্ভে এঁর জন্ম হয়।
৩.
ধন্বন্তরি মানুষরূপে কাশীরাজ ধন্বের পুত্র হিসাবে জন্মগ্রহণ করেন।
কেতুমান মনুষ্যরূপী ধন্বন্তরির পুত্র ছিলেন।