কেতুমতি
ঊর্ধ্বক্রমবাচকতা { পৌরাণিক সত্তা | কাল্পনিকসত্তা | কল্পনা | সৃজনশীলতা | দক্ষতা | জ্ঞান | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}
হিন্দু পৌরাণিক কাহিনি মতে  সুমালী'র সাথে এঁর বিবাহ হয় সুমালী'র ঔরসে কেতুমতির দশটি পুত্র ও চারটি কন্যা জন্মে। এঁরা হলেন-
      
পুত্র : প্রহস্ত, কম্পন, বিকট, কালিকামুখ, ধূম্রাক্ষ, দণ্ড, সুপাশ্ব, সংহ্লাদ, প্রঘস, ভাসকর্ণ
       কন্যা : কুম্ভনসী
, কৈকসী, পুষ্পোত্কটা, রাকা