কুন্তিভোজ
ঊর্ধ্বক্রমবাচকতা { পৌরাণিক সত্তা | কাল্পনিকসত্তা | কল্পনা | সৃজনশীলতা | দক্ষতা | জ্ঞান | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}


হিন্দু পৌরাণিক কাহিনি মতে
যদু বংশের রাজা বিশেষ পিতার নাম পিতৃষ্বসার ইনি নিঃসন্তান ছিলেন রাজা শূর নিঃসন্তান কুন্তিভোজকে তাঁর পৃথা নামক একটি কন্যা দান করেছিলেন পালকপিতা কুন্তিভোজের নামানুসারে এই কন্যা কুন্তী নামে পরিচিতা হন স্বয়ংবরা সভায় ইনি পাণ্ডুর সাথে কুন্তীর বিবাহ দেন কুরুক্ষেত্রের যুদ্ধে ইনি পাণ্ডবপক্ষে যোগদান করেছিলেন যুদ্ধে ইনি নিহত হন।